টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

সঞ্জয়ের সম্পত্তি, প্রিয়ার আপত্তি

প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের ৩০ হাজাপ কোটি টাকার সম্পত্তি নিয়ে শুরু হয়েছে তীব্র দ্বন্দ্ব। তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের সন্তান সামাইরা ও কিয়ান দাবি করেছেন, তাঁদের বাবার উইল থেকে সৎমা প্রিয়া সচদেব কাপুর তাঁদের নাম বাদ দিয়েছেন। এখন প্রিয়ার আইনি দল করিশ্মার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছে।
মঙ্গলবার জানা যায়, করিশ্মার সন্তান—২০ বছর বয়সি সামাইরা কাপুর এবং ১৫-র কিয়ান রাজ কাপুর দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয়েছে  বাবার সম্পত্তিতে নিজেদের অংশীদারিত্ব দাবি করে।

তাঁদের অভিযোগ, প্রয়াত সঞ্জয় তাঁদের বারবার আশ্বাস দিয়েছিলেন সম্পত্তির অংশ দেওয়ার, কিন্তু চূড়ান্ত উইলে সেটি প্রতিফলিত হয়নি। তাঁদের দাবি, সৎমা উইল পরিবর্তন করেছেন। ৩০ জুলাই এক পারিবারিক বৈঠকে প্রিয়া যে উইল পেশ করেন, সেটি নাকি ২১ মার্চ তৈরি করা হয়েছিল। এই মামলায় সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের উপর নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। করিশ্মা নিজে মামলায় সরাসরি জড়িত নন, তবে তিনি সন্তানদের প্রতিনিধিত্ব করছেন।
বুধবার করিশ্মার দুই সন্তানের করা এই আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট নোটিস জারি করেছে। শুনানির সময় প্রিয়ার আইনজীবীরা করিশ্মাকে আক্রমণ করে প্রশ্ন তোলেন, গত ১৫ বছর তিনি কোথায় ছিলেন।

প্রিয়ার পক্ষের আইনজীবী রাজীব নায়ার আদালতে বলেন, “দয়া করে এমন এক মানুষের প্রতি সহানুভূতি দেখান, যিনি পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন।” তিনি আরও যোগ করেন, “আপনার স্বামী আর আপনি বহু বছর আগে আলাদা হয়ে গিয়েছিলেন… গত ১৫ বছর ধরে আপনি কোথাও ছিলেন না।”

উরফি-উবাচ

অভিনেত্রী এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ আবারও অনলাইন হয়রানির বিরুদ্ধে সরব। এবার তিনি এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যিনি তাঁর ছবি মর্ফ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উরফি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ব্যক্তির প্রোফাইলের স্ক্রিনশট শেয়ার করে বিস্তারিত জানিয়েছেন। তিনি লেখেন, “এই ব্যক্তি আমাকে বারবার হুমকি দিচ্ছে যে আমার ছবি মর্ফ করে অনলাইনে আপলোড করবে। একটি ছবি সে সত্যিই মর্ফ করে আমায় পাঠিয়েছ)। আমি বিশ্বাসই করতে পারছি না, আজকাল এই প্রযুক্তি ব্যবহার করে এরা কী করছে।”

উরফি আরও জানান, তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন। একই সঙ্গে তিনি নারীদের উদ্দেশে লিখেছেন, “আমি অবশ্যই অফিসিয়াল অভিযোগ করব। কিন্তু আপনাদের বলছি, এমন পরিস্থিতিতে ভয় পাবেন না, গিয়ে অভিযোগ করুন। সমস্যাটা আপনি নন, সমস্যা হলো এই পুরুষরা, যারা আমাদের সমাজের কলঙ্ক।”


আইনের দ্বারস্থ ঐশ্বর্য-অভিষেক


অভিষেক বচ্চনও এবার নিজের ব্যক্তিত্বের অধিকার (প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস) রক্ষার জন্য দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন। একদিন আগেই তাঁর স্ত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন আদালতে গিয়েছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তাদিয়ে বিকৃত করা ছবি অপব্যবহারের অভিযোগে।

অভিষেক এবার একটি ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যেখানে বলিউড তারকাদের ছবি দিয়ে টি-শার্ট তৈরি এবং বিক্রি করা হয়।
অভিনেতার অভিযোগ, তাঁর ব্যক্তিত্ব এবং পরিচয় অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে। তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে জনসাধারণ সহজেই প্রতারণার শিকার হতে পারেন, কারণ ভুয়ো অনলাইন পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

নিজের আবেদনে অভিষেক বচ্চন ওয়েবসাইটটি এবং এরকম অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি করেছেন। পাশাপাশি তিনি আদালতের কাছে আবেদন করেছেন, এই মামলার সঙ্গে জড়িত সব অনলাইন লিঙ্ক যেন ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়া হয়, যার মধ্যে গুগল এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মও রয়েছে।