নিজস্ব সংবাদদাতা: ১১ এপ্রিল মুক্তি পেল সুমন ঘোষ পরিচালিত ছবি 'পুরাতন'। সুমন ঘোষ পরিচালিত 'পুরাতন' ছবিতে ঋতুপর্ণার সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্ত-কে। ঋতুপর্ণার উদ্যোগেই প্রায় ১৪ বছর পরে আরও একবার বাংলা ছবিতে ফিরতে চলেছেন শর্মিলা। সময়ের সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে গভীর সখ্য তৈরি হয়েছে ঋতুপর্ণার। 

 


এদিন ছবির প্রিমিয়ারে কলকাতায় এলেন সত্যজিৎ রায়ের 'অপর্ণা'। এত বছর পর বাংলা ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে শর্মিলা ঠাকুর বলেন, "বাংলা ভাষায় নিজের মত করে চরিত্রকে তুলে ধরতে পারি, যা অন্য ভাষায় সেই ভাবে সম্ভব হয় না। তাই বাংলা ছবি সব সময় আমার অত্যন্ত কাছের।"

 

 

ছবিতে 'মা' হিসাবে পেয়েছেন শর্মিলা ঠাকুরকে, ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে জীবনের বড় পাওয়া এটা। তাঁর কথায়, "এমন একজন অভিনেত্রীর সঙ্গে পর্দাভাগ করাটাই বড় ব্যাপার। আমার সৌভাগ্য যে, কেরিয়ারে ওঁর মতো কারওর সান্নিধ্য পেলাম। গল্পে ফুটে উঠেছে সম্পর্কের টানাপোড়েন, পুরনো-নতুনের ভেদাভেদ। সবকিছুর মাঝেও যেন দর্শক এক টুকরো শান্তি খুঁজে পাবেন ছবির শেষে।"

 


পরিচালক সুমন ঘোষের কথায়, "পুরনোকে নতুন করে তোলার গল্প বলবে এই ছবি।শর্মিলা ঠাকুর ছাড়া এই ছবিটি সম্ভব হতো না। ওঁকে ভেবেই ছবির পরিকল্পনা। ঋতুপর্ণার সাহায্যে আমার ফ্রেমে দুই প্রজন্মের স্বনামধন্য অভিনেত্রীদের পেয়েছি। আশা করি, 'পুরাতন' কখনও পুরনো হবে না। দর্শকের মনে চিরকাল নতুন হয়েই থাকবে।"

 


এদিন ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকা। ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা, কৌশিক গাঙ্গুলি, মুনমুন সেন প্রমুখ।