ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে যখন তোলপাড় সমাজমাধ্যম। তখন বলিউডের কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়ার গুরুতর অসুস্থতার খবর মিলল। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। 

আজকাল ডট ইন-কে হাসপাতালের বেড থেকে প্রেম চোপড়া বলেন, "ব্যাক পেইন নিয়ে ভর্তি হয়েছি। এখন একটু ঠিক আছি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। এখন একটু ভালই আছি।"

সূত্রের খবর, শনিবার ৮ নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়েন প্রেম চোপড়া। ৯০ বছরের অভিনেতার শারীরিক পরিস্থিতি অবনতি হতে থাকলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক মারফত জানা গিয়েছে, প্রবীণ অভিনেতা ফুসফুসে সংক্রমণ এবং সামান্য হৃদ্‌যন্ত্রের জটিলতায় ভুগছেন। তবে চিন্তার কিছু নেই, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

বর্তমানে প্রেম চোপড়া আইসিইউতে নন, জেনারেল ওয়ার্ডেই রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, প্রয়োজনীয় সমস্ত পরীক্ষার ফল সন্তোষজনক এসেছে এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসা সঠিকভাবে চললে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আপাতত তাঁর পাশে রয়েছেন পরিবার ও ঘনিষ্ঠজনেরা। 

প্রেম চোপড়ার পরিবার জানিয়েছে, অভিনেতা এখন অনেকটাই ভাল আছেন এবং বিশ্রামে রয়েছেন। সঙ্গে তাঁদের অনুরোধ, ভক্তরা যেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন এবং গুজব না ছড়ান।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা ছয় দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে কাজ করছেন। ‘উপকার’, ‘কাতি পতঙ্গ’, ‘জঞ্জীর’, ‘ববি’ এবং ‘দো রাস্তা’-র মতো বহু হিট সিনেমায় তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছেন। তাঁর সংলাপ “প্রেম নাম হ্যায় মেরা, প্রেম চোপড়া” আজও ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে অমর হয়ে আছে।

কেরিয়ারের দীর্ঘ যাত্রায় প্রেম চোপড়া ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর অভিনয় দক্ষতা ও উপস্থিতি তাঁকে বলিউডের ইতিহাসে এক অনন্য স্থান দিয়েছে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে।