নিজস্ব সংবাদদাতা: বহুদিন পর হঠাৎ দেখা, হাসিমুখে একে অপরের সঙ্গে গল্পে মেতে উঠলেন প্রতীক-সোনামণি। দূরত্ব বাড়লেও আসলে সম্পর্ক যে একই রকম আছে, বুঝিয়ে দিলেন দু'জনে। প্রতীকের কথায়, "যেন দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে দেখা হল"- এই কথা শুনেই হাসি ফুটল সোনামণির মুখে। এই জুটিকে আবার নতুন করে দেখা যেতে চলেছে খুব শীঘ্রই। কিন্তু কোথায়?
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫-এ মুখোমুখি প্রতীক-সোনামণি। প্রথমদিকে দূরত্ব বজায় রাখলেও অবশেষে বরফ গলে দু'জনের মধ্যে। একে অপরের সঙ্গে হেসে কথা বলা, পাশাপাশি বসে অনুষ্ঠান দেখা সবই চলতে থাকে। এতদিন বাদে দর্শকদের প্রিয় জুটি 'মোহর-শঙ্খ'র ফের দেখা। তবে তাঁদের সম্পর্কে বদল চোখে পড়ল না কারওরই।
প্রতীক এবং সোনামণির সম্পর্কে ভাঙন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তা যেন ভুল প্রমাণিত করলেন দু'জনেই। এতদিন বাদে দেখা হয়ে কেমন লাগছে? প্রতীকের জবাব, "ঠিক যেন দূর সম্পর্কের আত্মীয় সঙ্গে দেখা হল, অনেক কথা হল। আমাদের অনেক দিন বাদে দেখা তাই অবশ্যই ভাল লাগছে।" প্রতীকের মজা করে বলা কথা শুনে হেসে ওঠেন সোনামণি। এমনকী একে অপরকে 'সুধা' ও 'মহারাজ' বলেই সম্বোধন করেন তাঁরা। প্রতীকের কথায়, "সময়ের সঙ্গে সঙ্গে সোনামণি বদলেছে তো বটেই, শুধুই মুখে 'তেজ' আর 'তেজ'। 'তেজ'কে ছাড়া এখন আর কাউকে চিনতে পারছে না।" এই কথা শুনে হাসিমুখে সোনামণির জবাব, "'মহারাজ'-এরও কিন্তু একই অবস্থা, 'পূজারিণী'কে চোখে হারাচ্ছে।" দূরত্বের গুঞ্জনকে ভুল প্রমাণ করে হাসিমুখে এভাবেই অনেকটা সময় কাটালেন প্রতীক-সোনামণি।
