সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


প্রিয়া-প্রতীককে কটূক্তি সৎভাইয়ের!

প্রেমিকা প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম দিবসে গাঁটছড়া বাঁধলেন প্রতীক বব্বর। কিন্তু নিজের বিয়েতে শামিল করলেন না পরিবারকে। এই প্রসঙ্গে সৎভাই আর্য বলেন, "কেউ নিশ্চয়ই ওর মাথাটা খাচ্ছে। ও পরিবারের কারও সঙ্গে যোগাযোগ রাখতেই চায় না। তবে ও মানুষ হিসাবে তেমন না, কেউ ওকে চালনা করছে।"


নাগ অশ্বিনের ফ্রেমে আলিয়া

'লাভ অ্যান্ড ওয়ার' ছবির শুটিংয়ে বর্তমানে ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবিতে নায়িকা কাজ করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে। সূত্রের খবর, এর মধ্যেই পরের ছবির কাজও শুরু করলেন তিনি। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে একটি ছবির বিষয়ে আলোচনা করছেন তিনি। যদিও ছবির বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ নির্মাতারা। গত বছর মুক্তি পেয়েছিল নাগ অশ্বিনের 'কল্কি: ২৮৯৮ এডি'। আলিয়াকে নিয়ে তাঁর পরবর্তী ছবিটিও বড় ধামাকা হয়ে আসছে, এমনটাই মনে করছেন নেটিজেনরা। 


প্রেম দিবসে 'একা' কাজল!

ভালবাসা দিবসে যেখানে তারকা যুগলের বিশেষ মুহূর্তের ছবিতে তোলপাড় সমাজমাধ্যম।‌ সেখানে একাই প্রেম দিবস পালন করলেন কাজল! সমাজমাধ্যমে অজয়ের সঙ্গে নয়, নিজের ছবি ভাগ করে কাজল নিজেকেই ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও অজয় দেবগণ কাজলের সঙ্গে ছবি ভাগ করে তাঁদের সম্পর্কের মিষ্টি রসায়ন তুলে ধরেছেন। কিন্তু কাজলের এই আচরণে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর অনুরাগীদের কপালে। আবার অনেকেই তাঁর এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন।