সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বিয়ের পিঁড়িতে প্রাজক্তা 


প্রখ্যাত ইউটিউবার, অভিনেত্রী প্রাজক্তা কোলীর অনুরাগী সংখ্যা প্রচুর। নেটফ্লিক্সের 'মিসম্যাচড' সিরিজের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বহুদিনের প্রেমিক বৃশাঙ্ক খানালের সঙ্গে অনেকদিন আগেই বাগদান সেরেছেন প্রাজক্তা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, ২৫ ফেব্রুয়ারি বৃশাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।


তৃপ্তিকে নিয়ে বিস্ফোরক হিনা!


ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী হিনা খান। তাঁর মনের জোর প্রশংসিত হয়েছে অনুরাগী মহলে। শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হতেই ফের পর্দায় কাজ শুরু করেছিলেন তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে হিনা, তৃপ্তি দিমরিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, ইমতিয়াজ আলির 'লায়লা মজনু' ছবিতে নায়িকার চরিত্রে তৃপ্তি নন, প্রথম পছন্দ ছিলেন হিনা। কিন্তু তাঁর গায়ের রঙ কাশ্মীরিদের মতো ছিল না বলে, তাঁকে বাদ দেওয়া হয় ছবি থেকে। 


মাত্র ৩ মিনিটে ৩ কোটি পারিশ্রমিক উর্বশীর?


উর্বশী রাউতেলা ও নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত 'ডাকু মহারাজ' ছবির ওটিটি রিলিজ ঘিরে বিতর্ক নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছিল যে নেটফ্লিক্স দ্বারা সিনেমাটি থেকে উর্বশী অভিনীত দৃশ্যগুলি মুছে ফেলা হয়েছে, যা নানা জল্পনার জন্ম দিয়েছে। নেটফ্লিক্সের তরফে কোনও দৃশ্যই নাকি ছাঁটা হয়নি। এবার জানা যাচ্ছে, এই ছবির গান 'দাবিদি দিবিদি'র জন্য নাকি তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন উর্বশী।