সংবাদ সংস্থা মুম্বই: ‘বাহুবলী’ খ্যাত প্রভাস তাঁর অভিনয়, ছবির জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও বারবার চর্চার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ৪৫ বছর বয়সী এই তারকা এখনও অবিবাহিত, আর এ কারণেই তাঁর প্রেম ও বিয়ের গুঞ্জন ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে। অনুষ্কা শেঠির সঙ্গে প্রভাসের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই চলছে ইন্ডাস্ট্রির অন্দর ও বাইরে। যদিও দু’জনেই একাধিকবার প্রকাশ্যে এই  গুঞ্জন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, কিন্তু গুজব থামেনি।

 

সম্প্রতি, প্রভাসের বিয়ে সম্পর্কিত একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের আনাচেকানাচে। কী সেই খবর? না, প্রভাস বিয়ে করছেন, কিন্তু কনের আসনে বসবেন না অনুষ্কা! ফিসফাস চলছিল,  প্রভাসের পরিবার তাঁর বিয়ে ঠিক করে ফেলেছে! কনে হলেন হায়দরাবাদের এক ব্যবসায়ীর কন্যা। আরও শোনা যাচ্ছিল, প্রভাসের প্রয়াত কাকা অর্থাৎ অভিনেতা-রাজনীতিবিদ কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী নাকি এই বিয়ের যাবতীয় প্রস্তুতি দেখভাল করছেন! তবে সত্যিই কি তাই? 

 

এই নিয়ে যখন জল্পনা-আলোচনা তুঙ্গে, ঠিক তখনই প্রভাসের টিমের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, “এটা পুরোপুরি ভুয়া খবর। দয়া করে এসব গুজবে কান দেবেন না।” পাশাপাশি, মুম্বইয়ে থাকা প্রভাসের মুখপাত্রও ‘বাহুবলী’ নায়কের এই বিয়ের খবর যে স্রেফ গুঞ্জন, তা জোর গলায় জানিয়েছেন। এই প্রথম নয়। এর আগেও প্রেমের গুঞ্জনে ছিলেন প্রভাস!‘আদিপুরুষ’ ছবির শুটিং চলাকালীন, কৃতি স্যাননের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু সেই সময় প্রভাস নিজেই স্পষ্ট করে দেন, তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই।

 


তবে তাঁর বিয়ে যতই জল্পনা হোক, প্রভাস কিন্তু পুরোপুরি তাঁর আসন্ন সব ছবির কাজ নিয়েই ব্যস্ত। তিনি বর্তমানে  ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’ নিয়ে ব্যস্ত। পাশাপাশি, সন্দীপ রেড্ডি পরিচালিত ‘স্পিরিট’-এর শুটিংও খুব শিগগির শুরু হতে চলেছে, যা উগাদি উৎসবের দিন লঞ্চ করা হবে। বিয়ে নয়, আপাতত কেরিয়ারই প্রভাসের ফোকাস!

তাহলে প্রভাসের বিয়ে কবে? সত্যি কি তিনি শিগগিরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন? নাকি এসব নিছক গুজব? উত্তর একটাই—এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই ‘বাহুবলী’র!