সব ভাল যার শেষ ভাল। আর শেষ ভাল মানেই পরের শুরুটা আরও ভাল। পরীমণিরও তেমনটাই হল। বছর শেষ করলেন ঢাকার কাচ্চি বিরিয়ানি আর লাল চায়ের উষ্ণতায়। বছরের শুরুতে একমাত্র ছেলে রাজ্য মাকে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিল! সেই ভিডিও ভাগ করে বাংলাদেশের প্রথম সারির নায়িকার আবেগ, ‘কত যে সুখী আমি! শুকরিয়া খোদা।’
২০২৩-এর শেষলগ্ন তাঁর কাছে সুখের ছিল না। পরীমণি বছরশেষে হারিয়েছেন তাঁর নানা শামসুল হক গাজীকে। মা-বাবাকে হারিয়ে অনাথ হওয়ার পরে এই নানাই তাঁকে শেষদিন পর্যন্ত আগলে রেখেছিলেন। স্বাভাবিক ভাবেই প্রচণ্ড ভেঙে পড়েছিলেন নায়িকা। সামাজিক পাতায় একের পর এক ছবি এবং বার্তা দিয়ে জানিয়েছিলেন, তিনি নতুন করে অনাথ হলেন। তার মধ্যে ছোট্ট সান্ত্বনা, বছরের শেষ দিনে একজোট হয়ে রাতের খাওয়াদাওয়া সারা। সেদিনও শুটে ব্যস্ত ছিলেন। পরিচালক মিজানুর আরিয়ান রহমানের আগামী ছবি ‘বুকিং’য়ে অভিনয় করছেন পরী। দেখা যাবে বঙ্গ ওয়েব প্ল্যাটফর্মে। নায়ক আজফার উজ্জামান। শুটের ফাঁকে দেদার খানা। ঢাকার কাচ্চি বিরিয়ানি, রকমারি মাছ, কাবাব, স্যালাড ছিল। হাতে হাতে ছিল লাল চায়ের গ্লাস। সেই মুহূর্ত ভিডিও করতেই নায়িকার রসিকতা, ‘আমি এই গ্লাস হাতে নিয়ে ছবি তুললেই খবর হবে...!’
বছরের প্রথম দিন ছুটি ছিল তাঁর? এদিন নায়িকা একদম ঘরোয়া। কোমর ছাপানো চুল তুলে বাঁধা। ঘরের পোশাকেই ছেলে কোলে খেতে বসেছিলেন। হঠাৎ মায়ের পাতে হাত ছেলের। ঠিক মা যেভাবে তাকে ভাত মেখে খাওয়ায় অবিকল সেই ভঙ্গিতে রাজ্য খাইয়ে দিয়েছে পরীকে। ভাল করে চটকে মেখেছে। টিপে টিপে ভাত নরম করে নিয়েছে। তারপর গ্রাস তুলে মুখের কাছে ধরেছে। ছেলের হাত থেকে ভাত খেতে খেতে আনন্দে ভেসেছেন তিনি। তাঁর চোখমুখে খুশির ছটা, স্বামী শরিফুল রাজ নেই তো কী! রাজ্য আছে। পরীর জীবনের পদ্মফুল। বিবরণীতে সেকথার উল্লেখ করে নায়িকার বার্তা, ‘আমি ক্যাপশন লিখতে গিয়ে থমকে থাকি …… কি লিখব, কি লিখি, কত কি যে লিখে লিখে মুছে দিয়ে ভাবি... কি করে যে লিখি………!’
২০২৩-এর শেষলগ্ন তাঁর কাছে সুখের ছিল না। পরীমণি বছরশেষে হারিয়েছেন তাঁর নানা শামসুল হক গাজীকে। মা-বাবাকে হারিয়ে অনাথ হওয়ার পরে এই নানাই তাঁকে শেষদিন পর্যন্ত আগলে রেখেছিলেন। স্বাভাবিক ভাবেই প্রচণ্ড ভেঙে পড়েছিলেন নায়িকা। সামাজিক পাতায় একের পর এক ছবি এবং বার্তা দিয়ে জানিয়েছিলেন, তিনি নতুন করে অনাথ হলেন। তার মধ্যে ছোট্ট সান্ত্বনা, বছরের শেষ দিনে একজোট হয়ে রাতের খাওয়াদাওয়া সারা। সেদিনও শুটে ব্যস্ত ছিলেন। পরিচালক মিজানুর আরিয়ান রহমানের আগামী ছবি ‘বুকিং’য়ে অভিনয় করছেন পরী। দেখা যাবে বঙ্গ ওয়েব প্ল্যাটফর্মে। নায়ক আজফার উজ্জামান। শুটের ফাঁকে দেদার খানা। ঢাকার কাচ্চি বিরিয়ানি, রকমারি মাছ, কাবাব, স্যালাড ছিল। হাতে হাতে ছিল লাল চায়ের গ্লাস। সেই মুহূর্ত ভিডিও করতেই নায়িকার রসিকতা, ‘আমি এই গ্লাস হাতে নিয়ে ছবি তুললেই খবর হবে...!’
বছরের প্রথম দিন ছুটি ছিল তাঁর? এদিন নায়িকা একদম ঘরোয়া। কোমর ছাপানো চুল তুলে বাঁধা। ঘরের পোশাকেই ছেলে কোলে খেতে বসেছিলেন। হঠাৎ মায়ের পাতে হাত ছেলের। ঠিক মা যেভাবে তাকে ভাত মেখে খাওয়ায় অবিকল সেই ভঙ্গিতে রাজ্য খাইয়ে দিয়েছে পরীকে। ভাল করে চটকে মেখেছে। টিপে টিপে ভাত নরম করে নিয়েছে। তারপর গ্রাস তুলে মুখের কাছে ধরেছে। ছেলের হাত থেকে ভাত খেতে খেতে আনন্দে ভেসেছেন তিনি। তাঁর চোখমুখে খুশির ছটা, স্বামী শরিফুল রাজ নেই তো কী! রাজ্য আছে। পরীর জীবনের পদ্মফুল। বিবরণীতে সেকথার উল্লেখ করে নায়িকার বার্তা, ‘আমি ক্যাপশন লিখতে গিয়ে থমকে থাকি …… কি লিখব, কি লিখি, কত কি যে লিখে লিখে মুছে দিয়ে ভাবি... কি করে যে লিখি………!’
