সংবাদ সংস্থা মুম্বই: হায়দরাবাদের বিলাসবহুল হোটেলের ঘরে হামলা ও লুটের শিকার হলেন এক জনপ্রিয় বলিউড অভিনেত্রী! একটি দোকান উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে দক্ষিণের শহরে আসা এই অভিনেত্রীকে গভীর রাতে দুষ্কৃতীরা আক্রমণ চালিয়ে সর্বস্ব লুট করে পালায়।
সূত্রের খবর, বানজারা হিলস সংলগ্ন মাসাব ট্যাঙ্কের একটি হোটেলে সোমবার গভীর রাতে ঘটে এই ঘটনা। অভিনেত্রীর অভিযোগ, দু’জন মহিলা ও দু’জন যুবক তাঁর হোটেলের ঘরে জোর করে ঢুকে পড়ে। এরপর দুষ্কৃতীরা তাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে! অভিনেত্রী বাধা দিলে, তাঁরর হাত-পা বেঁধে নির্মমভাবে লুটপাট চালায়! এরপর দ্রুত নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা চম্পট দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা প্রায় ৫০,০০০ টাকা লুট করে এদিন সকাল ১১টার নাগাদ হোটেল ছেড়ে পালায়।
এই ভয়াবহ অভিজ্ঞতার পর অভিনেত্রী দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং হোটেল ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে
