অভিনেতা শরদ কেলকারের ভারী, জলদমন্দ্র কণ্ঠস্বর বরাবরই তাঁর পরিচয়ের বড় অংশ। অভিনয়েরও। ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজিতে প্রভাসের কণ্ঠ থেকে শুরু করে ‘আদিপুরুষ’, ‘সালার’, এমনকি নানি অভিনীত তেলুগু ছবি ‘দশরা’ সব ছবির হিন্দি ভার্সনেই মুখ্যচরিত্রের কন্ঠে তাঁর গম্ভীর, কর্তৃত্বপূর্ণ স্বর দর্শকের মনে দাগ কেটেছে। কিন্তু সেই কণ্ঠই নাকি কখনও কখনও তাঁর জন্য সমস্যা হয়ে দাঁড়ায়! এমনটাই জানালেন ৪৯ বছরের এই জনপ্রিয় অভিনেতা।
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে শরদ বলেন, “অনেকে মনে করেন আমার সবচেয়ে বড় সম্পদ আমার কণ্ঠস্বর। আমি কিন্তু তা মনে করি না। অনেক সময় এটা খুব অসুবিধা হয়ে দাঁড়ায়। কারণ কোনও সাধারণ মানুষের চরিত্রে কেউ আমাকে ভাবতেই চায় না। ধরুন, যদি একেবারে সাধারণ মানুষের চরিত্র হয়, নির্মাতারা দ্বিধায় পড়ে যান -ভাবেন, ‘না রে, ওর গলা তো এমন, এত ভারী, সাধারণ-ছাপোষা মানুষ হিসেবে কেমন শোনাবে?’”
সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’, ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘তানাজি: দ্য আনসাং হিরো’ কিংবা অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ -এই সব কাজের জন্য প্রশংসা কুড়োনো শরদ আপাতত দারুণ উচ্ছ্বসিত তাঁর অভিনীত নতুন চরিত্র নিয়ে। ইমরান হাশমি অভিনীত সিরিজ ‘টাস্কারি: দ্য স্মাগলার্স ওয়েব’-এ তিনি এবার ধূসর চরিত্রে। বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিরিজ।
নীরজ পাণ্ডে নির্মিত ও রাঘব জয়ারথ পরিচালিত এই সিরিজের গল্প আবর্তিত এক নিষ্ঠাবান কাস্টমস অফিসার (ইমরান হাশমি) ও তাঁর টিমকে ঘিরে, যারা মুখোমুখি হয় এক কুখ্যাত পাচারকারীর, যার চরিত্রে শরদ কেলকার। ধূসর চরিত্র নিয়ে অভিনেতার বক্তব্য একেবারেই স্পষ্ট। শরদ বলেন, “যে কোনও অভিনেতাকে জিজ্ঞেস করলে দেখবেন, ভিলেনের চরিত্র করতে সবাই ভালবাসে। এখানে একেবারে আলাদা একটা রং থাকে। অভিনেতা হিসেবে অনেক কিছু করার স্বাধীনতা থাকে। চিত্রনাট্যের কিছু সীমা থাকে ঠিকই, কিন্তু খলনায়কের চরিত্রে সেই সীমার মধ্যেই দারুণ মজা।”
‘দ্য ফ্যামিলি ম্যান’-খ্যাত এই অভিনেতা জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই পজিটিভ ও নেগেটিভ চরিত্রের মধ্যে বারবার বদল আনতে চান। তাঁর কথায়, “অভিনেতা হিসেবে পরিবর্তন খুব জরুরি। নায়ক হোক বা খলনায়ক, দুটোই সমান উপভোগ্য। না হলে জীবনটা খুব একঘেয়ে হয়ে যায়। আমার বাছাইয়ের পদ্ধতি খুব সহজ -গল্পটা কেমন, চরিত্রটা কী, আর সেই চরিত্রটা গল্পে কী করছে...এই তিনটি বিষয় দেখেই আমি সিদ্ধান্ত নিই।”
‘টাস্কারি: দ্য স্মাগলার্স ওয়েব’-এ শারদ ও এমরানের পাশাপাশি অভিনয় করেছেন অমৃতা খানভিলকর, নন্দীশ সিং সান্ধু, অনুরাগ সিনহা ও জোয়া আফরোজ।
