বেশ অসুস্থ নচিকেতা চক্রবর্তী। গত শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শিল্পী। জানা গিয়েছে, বুকে তীব্র ব্যাথা অনুভব করছিলেন তিনি। দেরি না করে তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পরীক্ষা করে দেখা যায় হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে শিল্পীর। খবর, নচিকেতার বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
নচিকেতার সঙ্গে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখলেন, “সুস্থ হয়ে ওঠো নচিদা।”

আজকাল ডট ইন-কে অভিনেতা বললেন, “নচিদার শরীরটা তো সত্যিই ভাল নেই। তার উপর পরপর শো ছিল। গানের অনুষ্ঠানে একটা প্রবল শারীরিক চাপ তো পড়েই। আর এখন তো দূরে কোথাও অনুষ্ঠানও করতে চান না নচিদা। এই ধকলটা-ই শেষমেশ... কিন্তু এখন অবস্থা স্থিতিশীল। শুনলাম সব বিপদ কেটে গিয়েছে। ওই বেসরকারি হাসপাতালে নচিদা যেখানে ভর্তি, ওঁর পরিবারও রয়েছেন ওঁর রয়েছেন। আর নচিদা তো ফাইটার, তাই কিছু হবে না। দুর্ধর্ষ কামব্যাক করবে।”
জয়জিতের সেই পোস্টে এক নেটিজেন জানিয়েছেন এদিন অর্থাৎ রবিবার আসানসোলেও নচিকেতার একটি গানের অনুষ্ঠান করার কথা ছিল। সেই মন্তব্যের প্রেক্ষিতে আরেক নেটিজেন জানিয়েছেন, শিল্পীর অসুস্থতার কারণেই সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নচিকেতার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে খোঁজখবর করার জন্য তাঁর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি।
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি আপডেট করা হবে।)
