নিজস্ব সংবাদদাতা: ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কেরিয়ারের এই নয়া ইনিংসের খবর প্রথমবার ভাগ করে নিলেন তিনি। জানা গেল, ছবি পরিচালনা নিয়ে তাঁর ভাবনা চিন্তা ছিল বহুদিন থেকেই। এবার খুব শীঘ্রই পরিচালকের চেয়ারে বসতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
এইমুহূর্তে সান বাংলার ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানে সঞ্চালনা করছেন সুদীপ্তা। মাত্র কয়েক দিনের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই রিয়্যালিটি শো। বহু মহিলারাই তাঁদের স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। এবার এই অনুষ্ঠানের সুবাদেই নিজের কেরিয়ারের নতুন রাস্তার দিকে একধাপ এগিয়ে গেলেন সুদীপ্তা চক্রবর্তী নিজেও। পুরুলিয়ার ছৌ নাচ, বিশেষ করে ছৌ নৃত্যশিল্পীদের নিয়ে বহুদিন ধরে ছবি পরিচালনার ভাবনা চিন্তা করছেন সুদীপ্তা চক্রবর্তী। ১০ বছর আগে থেকে এই বিষয়ে পরিকল্পনা করলেও নানান কারণে তা বাস্তবায়িত করা হয়নি। তবে 'লাখ টাকার লক্ষী লাভ' অনুষ্ঠানের মঞ্চে সুদীপ্তার সঙ্গে প্রথমবার আলাপ হয় ছৌ নৃত্য শিল্পী সুনীতা মাহাতোর সঙ্গে। এরপর নিজের প্রথম ছবি নিয়ে ফের ভাবনা-চিন্তা শুরু করেন সুদীপ্তা।
সুদীপ্তার কথায়, “সেটে সুনিতার সঙ্গে আলাপ হওয়ার পর কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছিলাম। এরপর শুভঙ্করকে জানাই আমার ছবির বিষয়ে। আর বেশি দেরি করব না, এবার নিশ্চয়ই এই ছবি নিয়ে কাজ শুরু করব। আর সুনীতা আমার এই ছবিতে থাকবে এটুকু বলতে পারিl” কবে থেকে এই ছবির শুটিং শুরু করবেন সুদীপ্তা? অভিনেত্রীর জবাব, “প্রযোজক পেলেই নিজের ছবির কাজ শুরু করে দেব।”
চলতি বছরের শুরুতে বাঘা যতীন ছবিখ্যাত পরিচালক অরুণ রায়ের মৃত্যুর খবরে রীতিমতো ভেঙে পড়েছিলেন সুদীপ্তা। আজকাল ডট ইন-কে বলেছিলেন, “একটাই ছবি করেছিলাম ওঁর সঙ্গে। ‘বাঘা যতীন’-এর সময় খুব ভাল সম্পর্ক তৈরি হয়েছিল। এত ভাল মানুষ খুব কম দেখেছি। আমার আজও একটাই অভিযোগ, নিজের একেবারে যত্ন নিতেন না। সবেমাত্র পরিচিতি হয়েছিল। কতবার বলতাম, ‘নিজের যত্ন নিন অরুনদা’। শুনতেন না। বুধবার হাসপাতালে ওঁকে দেখেই মনে হয়েছিল আর বোধহয় দেখতে পারব না বেশিদিন। সেই আশঙ্কাই সত্যি হল।”
