বিখ্যাত অভিনেতা ও গীতিকার পীযূষ মিশ্র বরাবরই তাঁর ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। তবে এবার তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমন এক তথ্য প্রকাশ্যে আনলেন, যা শুনে অনেকেই তাজ্জব বনে গিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করেছেন যে, তিনি অতীতে স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অর্থাৎ অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সবথেকে বড় বিষয় হল, অপরাধবোধে ভোগার বদলে তিনি নিজেই সেই কথা তাঁর স্ত্রীকে জানিয়ে দেন।
ওই সাক্ষাৎকারে পীযূষ মিশ্র জানান, এই সত্যিটা গোপন রাখা তাঁর কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। মনের ভিতর এক ধরনের অস্থিরতা কাজ করছিল। তাই মানসিক শান্তি পেতে তিনি সোজাসুজি তাঁর স্ত্রীকে সবটা বলে দেওয়ার সিদ্ধান্ত নেন। অভিনেতার কথায়, "আমি যখন সবটা খুলে বললাম, তখন আমার ভেতরকার সেই ঝড়টা থেমে গেল। নিজেকে অনেক হালকা মনে হতে লাগল।"
সাধারণত এই ধরণের স্বীকারোক্তির পর দাম্পত্যে বড়সড় ভাঙন দেখা দেয়, কিন্তু পীযূষের ক্ষেত্রে বিষয়টি ছিল একেবারে ভিন্ন। তাঁর স্ত্রী অত্যন্ত পরিপক্কতার সঙ্গে পুরো বিষয়টিকে সামলেছেন। স্বামীর মুখ থেকে পরকীয়ার কথা শুনেও তিনি ভেঙে পড়েননি বা অশান্তি করেননি। বরং তিনি শান্তভাবে উত্তর দিয়েছিলেন, "ঠিক আছে, তুমি কিছু ভুল করেছ, আমিও কিছু ভুল করেছি। এখন তোমার মন পরিষ্কার হয়েছে, এটাই বড় কথা। চলো এবার আমরা আগের সব ভুলে নতুন করে জীবন শুরু করি।"
সাক্ষাৎকারে পীযূষ মিশ্র অবাক হয়ে বলেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন যে এই সত্যিটা বলা তাঁর জন্য কতটা কঠিন ছিল। কিন্তু তাঁর দাবি, সত্যি বলাটা তাঁর কাছে মোটেও কঠিন ছিল না, বরং অনেক সহজ ছিল। দিনের পর দিন অপরাধবোধ বয়ে বেড়ানোর চেয়ে সত্যের মুখোমুখি হওয়া তাঁকে এক ধরণের মুক্তি দিয়েছে।
বর্তমানে পীযূষ মিশ্র তাঁর মিউজিক ট্যুর এবং লেখালেখি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাঁর আত্মজীবনীর পর 'সিরফিরা' নামে একটি উপন্যাস লেখার পরিকল্পনাও রয়েছে তাঁর। বলিউডের এই প্রবীণ অভিনেতার এমন অকপট স্বীকারোক্তি এখন সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নেটিজেনদের একাংশ তাঁর সাহসের প্রশংসা করলেও, বিবাহবহির্ভূত সম্পর্কের গুরুত্ব নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক।
