নিজস্ব সংবাদদাতা: স্টার জলসায় শুরু হয়েছে মিষ্টি প্রেম আর পারিবারিক বন্ধনের গল্প 'তেঁতুলপাতা'। খুব বেশিদিন সম্প্রচার না হলেও এর মধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে 'ঝিল্লি'র চরিত্রটি। এই চরিত্রে দেখা যাচ্ছে ঋতব্রতা দেকে। এই প্রথমবার ছোটপর্দায় জুটি বেঁধেছেন গৌরব চট্টোপাধ্যায় ও ঋতব্রতা দে। যৌথ পরিবারের প্রতিটি চরিত্রই ইতিমধ্যেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা পাকা করেছে। 

এবার 'তেঁতুলপাতা'য় আসছে বড় টুইস্ট। এক বিশেষ চরিত্রে ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। নেতিবাচক  না ইতিবাচক, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। পিঙ্কির কথায়, "এই চরিত্রের নাম 'লাভলি'। কিন্তু এই চরিত্রটি নেতিবাচক না ইতিবাচক সরাসরি এই বিভাজনটা এখনই করতে পারব না। এই বিষয়টা দর্শকের বিচারের উপরে ছাড়লাম।"

তিনি আরও বলেন, "ছোটপর্দা কিংবা বড়পর্দায় এর আগে এই ধরণের চরিত্রে আমি অভিনয় করিনি। তাই আমার কাছে 'লাভলি' খুবই চ্যালেঞ্জিং। আসলে যে কোনও চরিত্রই নতুন হয় একজন অভিনেতার কাছে। কিন্তু প্রতিটি নতুন চরিত্রকে দর্শক যাতে পছন্দ করেন সেই চেষ্টাটাই আসল। এখনও পর্যন্ত আমার অভিনীত সব চরিত্রই দর্শক পছন্দ করেছেন তাই আশা করি এই চরিত্রটাও একইরকম ভাবে দর্শকের ভালবাসা পাবে।"

প্রসঙ্গত, 'তেঁতুলপাতা'র হাত ধরে বেশ কিছু বছর পর স্টার জলসার পর্দায় দেখা যেতে চলেছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু 'লাভলি'র সঙ্গে কি বনিবনা হবে 'ঝিল্লি'র? তা এখনও জানা যায়নি।