অন্তঃসত্ত্বা পরিণীতি চোপড়া। আপাতত দিন গুনছেন দুই থেকে তিন হওয়ার। জীবনের এমন সুসময়ে স্বামী রাঘব চাড্ডার কাছে ঠকে গেলেন নায়িকা। এক প্রকার ‘প্রতারিত’ হলেন বলাই চলে! সে কথা নিজেই এনেছেন জনসমক্ষে। ফাঁস করেছেন সবটা।
ঠিক কী ঘটেছে?
না, ভয়ের কিছু নেই। সবটাই নিছক মজার ছলে বলেছেন পরিণীতি। তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে মনে হচ্ছে, তিনি নিজের স্বামীর কাছে একটু ‘ঠকেছেন’ — তবে ব্যাপারটা একেবারেই মজার!
রবিবার পরিণীতি শেয়ার করেন একটি ক্যান্ডিড ভিডিও, যেখানে রাঘবকে দেখা যায় বাগানে বসে আরামে এক কাপ চা কিংবা কফি চুমুক দিতে। দেখতে যেন নিখুঁত ‘কোয়ালিটি টাইম’।
কিন্তু আসল টুইস্ট ছিল অভিনেত্রীর মজার ক্যাপশনে, ‘পিওভি: তোমাকে বলা হয়েছে চুপচাপ একসঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য। কিন্তু ও আসলে পরের মিটিং-এর কথা ভাবছে!’ আর শেষে তার চটুল হ্যাশট্যাগ, ‘ট্রিকড’।
সেই ইনস্টাগ্রাম স্টোরিতে একেবারে সহজভাবে ধরা দিয়েছে পরিণীতি আর রাঘবের মিষ্টি সম্পর্ক আর মজার মুহূর্ত। দু’জন ২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন। এখন তাঁরা প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। এই খুশির খবর তাঁরা দু’জনে মিলে একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
পরিণীতি নায়িকা। রাঘব রাজনীতিবিদ। দু’জন দুই মেরুর মানুষ। এক সাক্ষাৎকারে ঠাট্টার ছলে পরিণীতি বলেছিলেন, আর যা-ই হোক, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কখনও প্রেমের সম্পর্কে জড়াবেন না। কিন্তু জীবন বয়েছে অন্য পথে। ভালবাসা মিলিয়ে দিয়েছে তাঁদের। ২০২৩ সালে উদয়পুরে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
পরিণীতি কি মা হতে চলেছেন? বলিউডে কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠে আসছিল। তিনি ঢলঢলে পোশাক পরে বেরলেও শুরু হয়ে যেত তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে স্বামী তথা রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী পরিণীতি। হাস্যরসের আবহে ঘটে গেল এমন এক মুহূর্ত, যা ঘিরে জল্পনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। কারণ, রাঘবের মুখে বেরিয়ে এসেছে এক রহস্যজনক ‘গুড নিউজ’-এর ইঙ্গিত, আর তাতেই শোরগোল বলিউড অন্দরে। আর জল্পনার নেই, এবার সত্যিই এল সুখবর। সন্তান আসার খবর সমাজমাধ্যমে নিজেরাই দিলেন রাঘব-পরিণীতি।
সোমবার সমাজমাধ্যমে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি। সেই কেকের উপর লেখা, '১+১=৩'। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, ‘আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।’
পরিণীতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দেন বলি তারকা থেকে অনুরাগীরা। এবার রাঘবের কথার মানে দু’য়ে দুয়ে’ চার করেছেন নেটিজেনরা। কী এমন বলেছিলেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন, “বিয়ের পর আপনাদের বাড়ি থেকেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন, “দেব আপনাকে, দেব... খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব... মানে, এক সময় দেবই।”
