তৃণা সাহা যবে থেকে নতুন রূপ এবং চরিত্র নিয়ে ছোটপর্দায় ফিরেছেন তবে থেকেই টিআরপিতে চমক দেখাচ্ছেন। বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বেঙ্গল টপার হচ্ছে 'পরশুরাম আজকের নায়ক'। এবার সেই গল্পকে আরও টানটান করে তুলতে নতুন চমক আসছে। তটিনী অর্থাৎ নায়িকার চরিত্রের অজানা দিক ফুটে উঠবে এবার গল্পে। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পরশুরামকে ফোন করে তটিনীর বাবা প্রশ্ন করছেন। জানতে চাইছেন তাঁর মেয়ে কীভাবে, কার কাছ থেকে গুলি চালাতে শিখল? কেনই বা সে গুলি চালাল। তিনি প্রশ্ন তোলেন পরশুরাম এবং তটিনীর সম্পর্ক নিয়েও, যে স্ত্রীর বিষয়ে কেন কোনও খোঁজ রাখছে না নায়ক। কিন্তু, এই প্রশ্নগুলোর জবাব পরশুরামের কাছে নেই। সে চুপচাপ শুনে নেয়। কিন্তু হাত গুটিয়ে বসে থাকে না। স্ত্রীর চরিত্রের অজানা দিক জানতে বদ্ধপরিকর। সেই মতো কাজেও লেগে পড়ে। 

এক ব্যক্তিকে তুলে আনে জিজ্ঞাসাবাদের জন্য। গুলিতে আহত সেই ব্যক্তি। বারবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অনুরোধ করতে থাকে। কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে জেরা চালিয়ে যায় পরশুরাম। জানতে চায় সে কার সঙ্গে কাজ করছে, কেনই বা সে মহিলা তাকে গুলি করল? জেরার চাপে সেই ব্যক্তি তটিনীর নাম জানিয়ে দেয়। এবার কোন দিকে ঘোরে গল্পের মোড়, কীই বা হয় তটিনী এবং পরশুরামের সম্পর্কের সমীকরণ সেটাই দেখার।

প্রসঙ্গত, 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত আটটা নাগাদ সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে ভরত কল, প্রমুখকে। দর্শকদের থেকে প্রথম থেকেই তুমুল সাড়া পাচ্ছে এই ধারাবাহিক। প্রথম থেকেই সেরা ১০ -এ জায়গা পাকা করে নিয়েছে। বর্তমানে তো টিআরপি টপার। ৭ এর নিচে নম্বরই নামে না এই ধারাবাহিকের।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, পর্দায় যতই চমক দেখাক তৃণার ধারাবাহিক, চর্চায় রয়েছে তাঁর ব্যক্তিগত জীবনও। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁর এবং নীল ভট্টাচার্যের মধ্যে দূরত্ব বেড়েছে। সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে সমাজমাধ্যমে তাঁদের একে অন্যকে আনফলো করার খবর। যদিও এই বিষয়ে তাঁরা কেউই আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি।