'বাবাই দা' এখন 'শেখর দা'। কেবল মুখ্য পুরুষ চরিত্রের নাম নয়, বদলেছে নায়কও। যদিও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত 'পরিণীতা' ছবির হিন্দি রিমেকে মুখ্য নারী চরিত্রের নাম একই আছে, 'মেহুল'। আসছে 'জিদ্দি ইশক'। প্রকাশ্যে এল সিরিজের প্রথম ঝলক। রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম হিন্দি সিরিজের জন্য দর্শকরা বহুদিন ধরেই অপেক্ষা করে ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলল। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২১ নভেম্বর থেকে জিও হটস্টার প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। তার আগে এদিন এই সিরিজের প্রথম ঝলক মুক্তি পেল। 

'পরিণীতা' ছবিটির বেশ কিছু চেনা দৃশ্য এই সিরিজেও দেখা যাবে, যেমন বাবাই দার প্রেমিকার সঙ্গে মেহুলের আলাপ পর্ব, আবির ছুঁড়ে দেওয়া, বাবাইদার বক্তৃতা দেওয়া বা আত্মহত্যার দৃশ্য, ইত্যাদি। তবে চমক হিসেবে যোগ হয়েছে দার্জিলিং প্রসঙ্গ। 'জিদ্দি ইশক'-এর প্রথম ঝলকে এটুকু স্পষ্ট 'পরিণীতা'র ক্লাইম্যাক্সের সঙ্গে এই সিরিজের ক্লাইম্যাক্স খুব একটা মিলবে না। কী দেখা গেল ঝলকে? 

'জিদ্দি ইশক'-এর টিজারের শুরুতে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় মাটিতে উঠছে মেহুল (অদিতি পোহানকর)। তার সামনে বসে শেখর দা (পরমব্রত চট্টোপাধ্যায়)। নায়ককে মেহুল বলে সেই ভাইরাল সংলাপ, 'আমায় ভালবাসলে না কেন বাবাই দা', থুড়ি 'শেখর দা'। এরপর পর্দায় এক এক করে শেখর দা এবং মেহুলের খুনসুটি থেকে, দোলের সেই বিশেষ দিন, শেখর দার আত্মহত্যার দৃশ্যের ঝলক ফুটে ওঠে। কেন শেখর আত্মহত্যা করল, কোন রহস্য জড়িয়ে সেটা জানতে ইউনিকর্ন জয়েন করে মেহুল। এরপরই উঠে আসে দার্জিলিংয়ের প্রসঙ্গ। সেখানে কোন রহস্য লুকিয়ে সেটা জানতে ছুটে যায় মেহুল। 

'জিদ্দি ইশক' সিরিজে একাধিক বাংলার চেনা মুখ দেখা যাবে। পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ থাকবেন লাবণী সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, বরখা বিস্ত, রিয়া সেন, প্রমুখ। সিরিজের পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। প্রসঙ্গত, 'পরিণীতা' ছবিতে বাবাই দার চরিত্রে দেখা গিয়েছিল ঋত্বিক চক্রবর্তীকে। নায়িকা হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আদৃত রায়, অদৃজা রায়, লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী,  প্রমুখ। 'জিদ্দি ইশক'-এ ঘটেছে এক মজার ঘটনা। 'পরিণীতা'য় নায়কের মা হয়েছিলেন লাবণী সরকার। কিন্তু 'জিদ্দি ইশক' সিরিজে তাঁকে দেখা যাবে নায়িকার মায়ের চরিত্রে। প্রীতি সরকার থাকবেন মেহুলের বন্ধুর চরিত্রে। ফলে এও যে এক চমক হতে চলেছে সেটা বলা যায়।

'জিদ্দি ইশক'-এর ঝলক প্রকাশ্যে আসতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল মল্লিক, রোশনি ভট্টাচার্য সহ টলিউডের একাধিক তারকা।