অসমের সঙ্গীত-তারকা, দেশের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ‌কে ২৩ সেপ্টেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হল। অসমের গৌহাটির সরুসাজাই স্টেডিয়াম থেকে কামারকুচি গ্রামের শ্মশান পর্যন্ত, চোখের জলে ভিজল গোটা অসম। এবার প্রয়াত শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু তথা জনপ্রিয় গায়ক পাপন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন জুবিনের শেষযাত্রার একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা পোশাকে জুবিনের কফিনের পাশে দাঁড়িয়ে রয়েছেন পাপন। আর কাচের কফিনের ভিতর রাখা জুবিনের নিথর দেহ। সেই ছবির সঙ্গে পাপন লিখলেন— “বিদায় বন্ধু...যেখানেই থাকো, সুখে থেকো।” সেই আবেগঘন পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে।

 

স্টেডিয়ামে ভাইরাল হওয়া আরেকটি দৃশ্য আরও কাঁদিয়েছে ভক্তদের—পাপন ভালবাসার টুপি রেখে দেন জুবিনের কফিনের উপর। অনেকে বলছেন, এটাই ছিল অসমের সর্বাধিক প্রিয় কণ্ঠের জন্য সবচেয়ে উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য।

 

জুবিনের মরদেহ গামোছায় ঢাকা অবস্থায় রাখা হয়েছিল কাচের বাক্সে। হাজার হাজার ভক্ত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষবারের মতো প্রণাম জানান তাঁদের প্রিয় শিল্পীকে। পাশে ছিলেন তাঁর পরিবার আর প্রিয় চারটি পোষ্য কুকুরও, যেন জীবনের শেষ যাত্রায়ও ছেড়ে যায়নি তাঁকে।

 

রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, ভুটানের রাজার প্রতিনিধি এবং বহু শিল্পী উপস্থিত ছিলেন এই শেষযাত্রায়। কামারকুচি শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় বন্দুক স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়। আবেগভরা পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন— “#প্রিয় জুবিন আর নেই। এখন থেকে তিনি বেঁচে থাকবেন অসমের প্রাণে, মনে আর আত্মায়।”

১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনাবশত ডুবে প্রয়াত হয়েছেন জুবিন গর্গ। খ্যাতনামা অহমিয়া গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তিনি জীবন হারান। আগামী নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা থাকলেও, তার আগেই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা।অসমের আকাশে এখন শুধু তাঁর সৃষ্ট সুরের প্রতিধ্বনি।