বলিউডের সীমানা ছাড়িয়ে হলিউডে পা রাখছেন 'রুহ বাবা'? সম্প্রতি তেমনই ইঙ্গিত মিলল। এদিন কার্তিক আরিয়ান সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে নেন অস্কারজয়ী পরিচালক ড্যারেন অ্যারনোফস্কির সঙ্গে। সেখানেই 'ব্ল্যাক সোয়্যান' ছবির পরিচালক ইঙ্গিত দেন কার্তিকের সঙ্গে কাজ করার।
কী ঘটেছে? এদিন কার্তিক আরিয়ান যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে অভিনেতা এবং ড্যারেন পাশাপাশি দাঁড়িয়ে। অস্কারজয়ী পরিচালক কার্তিকের কাঁধে হাত রেখে, অভিনেতার ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'ওর ভক্তদের আমার তরফে হ্যালো। আমরা একসঙ্গে এখন সময় কাটাচ্ছি। আমি একাধিকবার ভারতে এসেছি। এখন আমি আমার অন্যতম পছন্দের অভিনেতার সঙ্গেই আছি। আমরা এখন একসঙ্গে চা খাচ্ছি।' এরপর তাঁদের একসঙ্গে পুশ আপ করতে দেখা যায়। ড্যারেন অ্যারনোফস্কি কার্তিক আরিয়ানের প্রশংসা করে বলেন, 'আমি বিশ্বাস করি ও ভারতের অন্যতম বড় তারকা হবে।'
অভিনেতা ইনস্টাগ্রামে এই ভিডিও করেন, ক্যাপশনে লেখেন, 'অ্যারনোফস্কি ব্রাদার্স'। সেই পোস্টেই 'দ্য হোয়েল' ছবির পরিচালক লেখেন, 'আমাদের কোল্যাবটা তবে এখানেই ঘোষণা করি?' ভিডিওতে পরিচালক অভিনেতার উদ্দেশ্যে এও বলতে শোনা যায়, 'তুমি আমায় ভারতে নিয়ে যাবে তো?' কথায় কথায় ওঠে গান যুক্ত কমার্শিয়াল ছবির কথাও। এই দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন উঁকি দিয়েছে, তবে কি কার্তিক শীঘ্রই হলিউডে ডেবিউ করতে চলেছেন, নাকি অন্য কোনও চমক মিলবে? অভিনেতা এই জল্পনা আরও উসকে দিয়ে লেখেন, 'ব্ল্যাক সোয়্যান, দ্য হোয়েল আমার পছন্দের ছবি। আর তুমি তো লেজেন্ড আমার বন্ধু। তোমার সঙ্গে চা খেয়ে ভাল লাগল। আর তর সইছে না, তুমি জানো কীসের জন্য।' ভিডিওতে অভিনেতাকে সাদা শার্ট, অফ হোয়াইট স্যুটে দেখা গিয়েছে, অন্যদিকে ড্যারেনের পরনে ছিল সাদা শার্ট।
প্রসঙ্গত, ড্যারেন অ্যারনোফস্কি হলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক। তাঁর ছবি 'দ্য হোয়েল' অস্কার জিতেছিল। এছাড়াও তিনি 'ব্ল্যাক সোয়্যান', 'দ্য রেসলার', 'রিকুইম ফর এ ড্রিম', ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন। তাঁর ছবিতে যদি আগামীতে কার্তিক আরিয়ানকে দেখা যায় সেটা যে দুর্দান্ত ব্যাপার হতে চলেছে যে সেটা বলার অপেক্ষা রাখে না। কার্তিক আরিয়ানকে দর্শকরা শেষবার 'ভুল ভুলাইয়া ৩' ছবিতে দেখেছেন। আগামীতে অভিনেতাকে 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন অনন্যা পাণ্ডে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জ্যাকি শ্রফ, নীনা গুপ্তা, প্রমুখকে।
