দীপাবলি। ভারতের অন্যতম বড় উৎসব, আলো আর আনন্দের সঙ্গে সিনেমারও এক অপরিহার্য সংযোগ রয়েছে এই উৎসবের। বছরের পর বছর ধরে, দীপাবলি মানেই ছিল ভারতের দুই সিনেমা সাম্রাজ্যের সবচেয়ে বড় তারকাদের বড় বড় সব ছবি মুক্তির দিন। উত্তরে শাহরুখ খান, দক্ষিণে রজনীকান্ত। পরে দক্ষিণের সেই আসনে বিজয়ও বসেছিলেন। কিন্তু করোনা মহামারির পর বদলে গিয়েছে এই সমীকরণ। বড় তারকারা যেন হারিয়ে গেছেন উৎসবের পর্দা থেকে। এই ২০২৫-এ, প্রথমবারের মতো কোনও ভাষাতেই দীপাবলিতে নেই প্রথম সারির তারকাদের ছবি। না বলিউডে, না দক্ষিণে।
এই বছর বলিউডে দীপাবলির একমাত্র ছবি ‘থামা’। আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ম্যা ডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নতুন অধ্যায় এই ছবি। ‘থামা’ হচ্ছে দ্বিতীয় হরর-কমেডি যা দীপাবলিতে রিলিজ পাচ্ছে, গতবছরের ‘ভুল ভুলাইয়া ৩’-এর পর। তবে পার্থক্য এই যে গতবারে ‘ভুল ভুলাইয়া ৩’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল অজয় দেবগণের ‘সিংহম রিটার্নস’, যেখানে অজয়ের সঙ্গে ছিলেন অক্ষয়, রণবীর, দীপিকাও। মানে পুরো তারকা ঠাসা ছবি আর কী। কিন্তু ‘থামা’ এবার একাই দীপাবলির মাঠে।

দক্ষিণেও নেই দীপাবলির ‘থালাইভা ম্যাজিক’। তামিল ছবির জগতে এবার দীপাবলিতে তিনটি রিলিজ— ‘ডুড’, ‘বাইসন’ ও ‘ডিজেল’। কিন্তু কোনও ছবিতেই নেই রজনীকান্ত, কমল হাসন, বিজয় বা অজিত কুমারের মতো সুপারস্টার। কেন এই বিরাট পরিবর্তন? ট্রেড অ্যানালিস্ট শ্রীধর পিল্লাই জানাচ্ছেন, “এটাই সবচেয়ে বড় পরিবর্তন। দীপাবলিতে এবার কোনও তারকার ছবি নেই। আগে দীপাবলিতে অন্তত একজন বড় তারকার ছবি থাকতই। এবার নেই রজনী, বিজয়, ধনুষ, সূর্য। তিনটি তামিল ছবিতেই নবাগত সব অভিনেতারা রয়েছেন। ”
হল মালিকদের মতে, এই পরিবর্তন আসলে শুরু হয়েছে এক দশক আগেই। একজন প্রেক্ষাগৃহের কর্ণধার বলেন, “একসময় দীপাবলি মানে ছিল পারিবারিক সিনেমা। শাহরুখের ‘মহব্বতে’ বা ‘বীর-জারা’ যেমন। কিন্তু সময় বদলেছে। দীপাবলি এখন অ্যাকশন, থ্রিলার, বা হরর কমেডির জন্যও উপযুক্ত। তারকারাও আজকাল কম ছবি করেন, তাই উৎসবের দিন তাঁদের ক্যালেন্ডারে পড়ে না।”
আগে ঈদ মানেই ছিল সলমনের ছবি, বড়দিন মানে আমির আর দীপাবলি মানেই শাহরুখ। কিন্তু আজ সব উৎসবের সীমানা মুছে গেছে। “সবই এখন ছুটি মাত্র,” বলেন পিল্লাই। “ বছরে যে সময়ে বড়সড় ছুটির সপ্তাহ পরে, সে দিনই মুক্তি পায় বড় তারকার ছবি।”
দীপাবলির ‘পরিবারিক’ ইমেজও নাকি এখন অতীত। একসময় দীপাবলিতে মুক্তি পেত পারিবারিক ছবি, একসঙ্গে বসে দেখার মতো গল্প। কিন্তু এখন দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘থামা’-র মতো হরর কমেডি বা ‘সিংহম রিটার্নস’-এর মতো অ্যাকশন ফিল্ম। একসময়ে সলমন খানও দীপাবলিতে পরিবারমুখী ‘প্রেম রতন ধন পাও’ এনেছিলেন। কিন্তু এখন ‘টাইগার ৩’-এর মতো স্পাই থ্রিলার দিয়েই বাজি জ্বালানো যায়।
তা দর্শক কি অভিযোগ করছে? একদমই নয়। দিল্লির বাসিন্দা অরুণ প্রকাশ বলেন, “আমি ২০০৫ সাল থেকে কোনও দীপাবলির ছবি মিস করিনি। এটা ছবির ঘরানানয়, অনুভূতির ব্যাপার। আসলে, পরিবারের সঙ্গে একটা ভাল সময় কাটানোই থাকে মূল উদ্দেশ্য। সেটা ‘বীর-জারা’ হতে পারে, আবার ‘থামা’-ও হতে পারে। শুধু ছবি ভাল হলেই চলবে।”
অন্যদিকে, প্রথম সারির তারকারা হয়তো দীপাবলিকে মিস করছেন, কিন্তু দীপাবলি তাঁদের জন্য থেমে নেই। আলো, উৎসব আর সিনেমার জৌলুস এখন নতুন মুখদের হাতে। ২০২৫-এর দীপাবলি তাই অন্যরকম। নিঃশব্দ, কিন্তু কৌতূহল জাগানো।
