সংবাদসংস্থা মুম্বই: একসময় জুটেছিল 'ফ্লপ মাস্টার'-এর তকমা। সেখান থেকে নিজেকে প্রমাণ করে পেয়েছেন বলিউডের 'শাহেনশাহ'র খেতাব। বরাবরই নিজের কাজকে ভালবেসে দর্শককে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। তিনি অমিতাভ বচ্চন। 

 

 

এখন বয়স তাঁর ৮২। কিন্তু এই বয়সেও পুরো দমে শুটিং করেন। সাধারণ মানুষকে নিয়মিত বিনোদনের রসদ জোগান তাঁর জনপ্রিয় 'কৌন বনেগা ক্রোড়পতি' কুইজ শোয়ের মাধ্যমে। এই শোয়ে সাধারণ মানুষের সঙ্গে মনোরঞ্জনের জন্য মাঝেমধ্যেই উপস্থিত থাকেন তারকারা। এইবার এই মঞ্চে খেলতে আসছেন ফারাহ খান ও বোমান ইরানি। 

 

 

চ্যানেলের তরফে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই পর্বের একটি প্রোমো। সেখানে ফারাহ খান, 'বিগ বি'কে তাঁর ছবিতে কাজ করার জন্য অনুরোধ করেন। জানান, অমিতাভের সঙ্গে তাঁর ছবি করার প্রবল ইচ্ছার কথাও। এমনকী ছবির নাম পর্যন্ত ওই মঞ্চেই ঘোষণা করেন ফারাহ। মজার ছলে তিনি জানান, অমিতাভকে নিয়ে ছবি হলে তিনি নাম দেবেন 'যব তক হ্যায় বচ্চন'। 

 

 

এদিন অমিতাভের হাতে এই ছবি সংক্রান্ত শর্তাবলীও ধরিয়ে দেন বোমান ও ফারাহ। দর্শকের সামনেই ওই শর্তাবলী পড়তে শুরু করেন অমিতাভ। সেখানে লেখা, যখনই তাঁর হাতে সময় থাকবে, তখনই ছবির শুটিং হবে। খাবারের শেষে প্রতিদিন একটি বেনারসি পান থাকবে। সেইসঙ্গে ছবির শুটিং হবে 'জলসা'য়। যেখানে বচ্চন পরিবার থাকেন। 

 

 

এই শর্তাবলী পড়া শেষ হওয়ার আগেই ফারাহ বলেন, "জলসায় জয়া বচ্চন থাকেন। সেখানে শুটিং করতে গেলে তিনি বের করে দেবেন"। মজার ছলে ফারাহর এই কথা শুনে হেসে কুটোপাটি হন অমিতাভও।