টলিউডের অন্যতম পাওয়ার কাপল অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। কিন্তু কবে বিয়ে করবেন তা নিয়ে বিশেষ খোলসা করে কিছুই বলেন না। সম্প্রতি 'প্রজাপতি ২' ছবির প্রিমিয়ারে এসে প্রেমিকের নামে অভিযোগ জানিয়ে কী বললেন ঐন্দ্রিলা সেন?
'প্রজাপতি ২' ছবির প্রিমিয়ারে এসে ছবিটি দেখে অঙ্কুশ হাজরা সংবাদমাধ্যমকে জানান, "আমার মনে হয় এই ছবিটা ইতিমধ্যেই ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে, ব্লকবাস্টার হবেও। তার কারণ পার্ট ১-কে (প্রজাপতি) মানুষ যেভাবে ভালবেসেছিল, এবারে তো নামই 'প্রজাপতি ২, ভালবাসা'। তো আমার মনে হয় দর্শক ভরপুর ভালবাসা দেবে।" এরপরই পাশে দাঁড়িয়ে থাকা ঐন্দ্রিলা সেন বোমাটা ফাটান।
অঙ্কুশ কবে বাবা হবেন জিজ্ঞেস করা হলে ঐন্দ্রিলা সটান বলে বসেন, "আপাতত অঙ্কুশদা ডান্ডা টুডুং টুডুং করছে। তারপর তো বাবা হবে।" তাঁর এই জবাব শুনে হেসে কুটোপুটি সকলে। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল এটা তাঁদের আগামী ছবির গান। অভিনেত্রীদের গায়ে কবে 'প্রজাপতি' বসবে, জানতে চাইলে তিনি বলেন, "আমি তো ওকে ভিমরুল ভাবতাম, প্রজাপতি কবে হয়ে গেল?" প্রসঙ্গত, ঐন্দ্রিলা এবং অঙ্কুশের সম্পর্কই এমন। তাঁরা একে অন্যের সঙ্গে মশকরা করার সুযোগ পেলে মোটেই ছাড়েন না। নিজেরাও সেই ঝলক কখনও সখনও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এদিন তাঁদের সেই খুনসুটিই ক্যামেরার সামনে ধরা পড়ে।
তবে কেবল মজা নয়। অঙ্কুশের তারিফও করেন ঐন্দ্রিলা। জানান অভিনেতা নাকি দারুণ ভাল বাবা হবেন। সেই বিষয়ে ঐন্দ্রিলার মত, "তবে, সত্যি বলতে, অঙ্কুশ খুব ভাল বাবা হবে।"
অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের নতুন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল' আগামী বছর গোড়ার দিকে মুক্তি পাবে। ২০২৬ সালের জানুয়ারি মাসের ৯ তারিখ মুক্তি পাবে এই রমকম ছবিটি। ইতিমধ্যেই ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। এই ছবিতেই থাকবে শিলাজিৎ মজুমদারের গাওয়া 'ডান্ডা ২.০' গানটি, যেটার উল্লেখ 'প্রজাপতি ২' ছবির প্রিমিয়ারে এসে করেছেন ঐন্দ্রিলা সেন। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা রিয়েল লাইফ জুটির পাশাপাশি একাধিক ছবিতেও জুটি বেঁধেছেন। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শক 'মির্জা', 'লাভ ম্যারেজ' ছবিতে দেখেছেন। তবে 'নারী চরিত্র বেজায় জটিল' ছবি মুক্তির আগে আইনি জটিলতায় জড়িয়েছেন অঙ্কুশ। একটি বেটিং অ্যাপের তদন্তে নাম এসেছে অঙ্কুশ হাজরার। সেই কারণে তাঁর বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
'প্রজাপতি ২' ছবিটি প্রসঙ্গে বলতে, অভিজিৎ সেন ছবিটির পরিচালনা করেছেন। মুখ্য ভূমিকায় রয়েছেন দেব, মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, প্রমুখ। ছবিতে উঠে এসেছে সিঙ্গল ফাদার এবং তার মেয়ের পাশাপাশি, বাবা ও সন্তানদের রসায়নের গল্প। নামে 'প্রজাপতি ২' হলেও এটি 'প্রজাপতি'র সিক্যুয়েল নয়।
