সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অ্যাকশন ছবি খ্যাত পরিচালক রোহিত শেট্টি কি এবার পা রাখছেন ভূতের জগতে? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন—নুশরাত ভারুচাকে নিয়ে নাকি এবার হাড় হিম করা ভূতের ছবি বানাতে চলেছেন রোহিত শেট্টি! ভয়ের আবহে রীতিমতো ছড়িয়ে পড়েছে উত্তেজনা, বলিপাড়ার চত্বরের অলিতে-গলিতে এখন এই নতুন ‘প্রজেক্ট’ নিয়েই কানাকানি।

 

কিন্তু গুজব যতোই চমকপ্রদ হোক, এবার সেই সব জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন রোহিত শেট্টির ঘনিষ্ঠমহল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—এই খবর একেবারেই ভিত্তিহীন। রোহিত শেট্টির তরফে বলা হয়েছে, "এই ধরণের কোনও হরর প্রজেক্ট বা নুশরতকে নিয়ে কোনও ছবি তৈরির  পরিকল্পনা নেই।" 

 

অন্যদিকে, শোনা যাচ্ছিল এই ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তাতে নাকি নুশরত এক রহস্যময় ভূতের চরিত্রে অভিনয় করছেন! গল্পেও নাকি রয়েছে এক দুর্গম অঞ্চলের, হারিয়ে যাওয়া আত্মার, আর এক ভয়াল অতীতের ছায়া। তবে এই গুঞ্জনের কোনও হাতেগরম প্রমাণ মেলেনি এখনও।

 

আসলে, রোহিত শেট্টির ফিল্মোগ্রাফি বলতেই চোখের সামনে ভেসে ওঠে ‘সিংহম’, ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মতো থ্রিলিং অ্যাকশন ব্লকবাস্টার। এমন এক পরিচালকের নামের সঙ্গে হঠাৎ করে "হরর" শব্দটা জুড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছিলেন অনুরাগীরাও। তবে কী একেবারেই অস্বীকার? না কি ‘পরবর্তীকালে দেখা যাবে’? রোহিত শেট্টির টিম আপাতত যেটা বলছে, তাতে একটা জিনিস স্পষ্ট—এই মুহূর্তে ভূতের ছবি নয়, পুরোপুরি ফোকাস রয়েছে তাঁর কপ-ইউনিভার্সের আগামী প্রজেক্টগুলোর উপরেই।

 

তবে বলিউডে হরর-ফ্যানরা আশা এখনও ছাড়ছেন না । কারণ একবার যদি শেট্টির স্টাইল মিশে যায় হররের সাসপেন্স আর রহস্যে, তাহলে বড়পর্দা কাঁপবে —এমনটাই বিশ্বাস সিনেপ্রেমীদের।