সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
প্রথম সুপারহিরো কে?
শক্তিমান বা কৃষ নয়, বলিউডের প্রথম সুপারহিরো ছিলেন একজন মহিলা! ১৯৩৫ সালে ওয়াদিয়া মুভিটোন কোম্পানির প্রযোজনায় মুক্তি পেয়েছিল 'হান্টারওয়ালি'। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নাদিয়া। তাঁকে সেই সময় 'ফিয়ারলেস নাদিয়া' তকমা দেওয়া হয়েছিল। ছবিতে অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছিলেন তিনি। এরপরেও বহু অ্যাকশন ঘরানার ছবিতে দেখা মিলেছে তাঁর।
মেয়ে দুয়ার জন্য কী শিখতে বাধ্য হলেন রণবীর?
এক সময় মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা রণবীর সিং জানান, তাঁর ও দীপিকার সন্তানকে কোন ভাষা শিখতেই হবে। রণবীরের কথায়, দীপিকার মাতৃভাষা কোঙ্কনি। আমি ভেবেছিলাম আমাদের সন্তান হিন্দির পাশাপাশি কোঙ্কনি ভাষা শিখবেই। তাই সে ও দীপিকা যখন আমার সামনে কোঙ্কনিতে যে কথা বলবে তখন আমি যাতে তা বুঝতে পারি, সেই জন্য নিজেও ওই ভাষা আয়ত্ব করেছি। যাতে মা ও সন্তানের গোপন কথাও আমি বাবা হয়ে জানতে পারি।
মা হতে চান সামান্থা
নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে অনেকদিন আগেই অভিনেত্রীর। এখনও তিনি অবিবাহিত। তবু সম্প্রতি একটি সাক্ষাৎকারে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সামান্থা। সামান্থা তাঁর আগামী কাজে একজন মায়ের ভূমিকায় অভিনয় করবেন। এক সাক্ষাৎকারে, মাতৃত্ব নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেছেন সামান্থা। অভিনেত্রী বলেছেন, তিনি বাস্তবেও মা হতে চান। জানান, জীবনের একটা পর্বে গিয়ে থিতু হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। তবে একইসঙ্গে সামান্থার মত, বয়স কখনওই সন্তান ধারণে বাধা হতে পারে না।
