নিজস্ব সংবাদদাতা: ম্যাডক ফিল্মসের ব্যানারে অমর কৌশিক পরিচালিত ছবি 'স্ত্রী ২' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির ঘোষণা হতেই দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।‌ সমালোচকদের মতে, 'স্ত্রী'র প্রথম ভাগের থেকে এর সিক্যুয়েল বেশি পছন্দ করেছেন দর্শক। 

 

ছবির সাফল্যে প্রভাব পড়েছে নায়ক, নায়িকার জনপ্রিয়তাতেও। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার অনুসরণকারীদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকেও। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অনুসরণকারী ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এখন শ্রদ্ধা কাপুরের নাম। 

 

এইসবের মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, 'স্ত্রী'-এ রাজকুমার রাও অভিনীত 'ভিকি'র চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন অভিনেতা ভিকি কৌশল। কিন্তু সেই সময় তিনি অনুরাগ কাশ্যপের ছবি 'মনমর্জিয়া' ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাই এই চরিত্রটি করতে রাজি হননি অভিনেতা। এরপর এই সুযোগ রাজকুমার রাও-এর কাছে আসতেই লুফে নিয়েছিলেন তিনি।

 

প্রসঙ্গত, আগামীতে ভিকি কৌশলকে দেখা যেতে চলেছে 'ছাবা'‌য় 'ছত্রপতি শম্ভাজী মহারাজ'-এর চরিত্রে। ছবির পরিচালনায় রয়েছেন লক্ষণ উতেকর। অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে দেখা যাবে ভিকির বিপরীতে। চলতি বছর ৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই

ছবি।