সংবাদসংস্থা মুম্বই: 'পাঠান' হোক বা 'জওয়ান', শাহরুখের সঙ্গে জুটিতে মাত দীপিকা। 'কিং খান'-এর হাত ধরেই বলিউডে সফর শুরু করেছিলেন অভিনেত্রী। ফারা খানের পরিচালনায় 'ওম শান্তি ওম'-এ দীপিকা প্রথমবার শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন। এমনকী এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। কিন্তু এর আগেও বলিপাড়ায় কাজ করেছেন দীপিকা। হিমেশ রেশমিয়ার হাত ধরে প্রথম বিনোদন জগতে আসা অভিনেত্রীর।

 


ঠিক 'ওম শান্তি ওম’ সিনেমার মুক্তির আগের ঘটনা। ২০০৫ সালে 'আশিক বনায়া আপনে' গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ। সেই সময় যেকোনও অনুষ্ঠান বা পুজোর মণ্ডপে তাঁরই গান বাজত। 'আপকা সুরুর' নামের ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন হিমেশ। যার 'নাম হ্যায় তেরা' গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা।

 


সেই সময় দীপিকা শুধুই একজন মডেল ছিলেন। অভিনয়ের কিছুই জানতেন না। কিন্তু হিমেশ তাঁর উপরই ভরসা রেখেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ এখনও দীপিকার রয়েছে। মুম্বইয়ের রিয়ালিটি শোয়ে এসেও সেকথা জানিয়েছেন তিনি। এমনকী এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "আমি যদি কখনও হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই তাহলে অবশ্যই গ্রহণ করব।"

 


এদিকে, এখন মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ত দীপিকা। মেয়েকে নাকি বড় করার সময় ঐশ্বর্য আর অনুষ্কার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এই দুই অভিনেত্রীই তাঁদের সন্তানদের বড় করার জন্য কোনও আয়ার সাহায্য নেননি। নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সন্তানদের। এবার নাকি এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকাও। কোনও আয়ার সাহায্য ছাড়াই মেয়েকে একা হাতে মানুষ করবেন অভিনেত্রী। তাই কাজে ফিরতে দেরি হলেও মায়ের দায়িত্ব পালনে এখন মন দিয়েছেন দীপিকা।