সংবাদসংস্থা মুম্বই: ১৯৮১ সালে 'রকি' ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখেন সঞ্জয় দত্ত। ১৩৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছে তিনি। ছবির সংখ্যার থেকেও তাঁর মহিলা অনুরাগীদের সংখ্যা বেশি। দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তরা। 

 

এমনই এক ভক্তের আজব কাণ্ড এবার জানা গেল। সঞ্জয়কে ভালবেসে নিজের সম্পত্তি লিখে দিয়েছেন ওই মহিলা অনুরাগী। ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী নিশা পাতিল। সেটা ছিল ২০১৮ সাল। সেবছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তাঁর মহিলা অনুরাগী নিশা, নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তাঁর কোটি টাকার সম্পত্তি লিখে দিয়েছিলেন। নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকী তিনি ব্যাঙ্কগুলিকেও চিঠি লিখে জানিয়েছিলেন যাতে তাঁর অবর্তমানে তাঁর সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয়। 

 

এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান সঞ্জয় দত্তও। তবে অভিনেতা নিশাকে চিনতেন না কোনওভাবেই তাই তিনি সেই সম্পত্তির দাবিও করেননি। ঘটনায় সঞ্জয় জানিয়েছেন, এমন ঘটনায় তিনি অভিভূত। মহিলা ভক্তের এই কাজে তাঁকে সম্মান জানিয়েছেন 'সঞ্জুবাবা'।