নিজস্ব সংবাদদাতা: বাংলা বিনোদন জগতের নতুন সংযোজন হয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম 'কুট্টুস'। নির্মাতারা জানাচ্ছেন, 'কুট্টুস' আসলে শৈশব। হাসিতে খুশিতে নিষ্পাপ শিশুর পথচলা। আনন্দ, সুখ, দুঃখের মেঘের মতো স্বপ্নগুলোকে নিয়ে টলমল পায়ে ভেসে চলার এক পারিবারিক চিত্রকল্প। 'কুট্টুস' বাংলার নিজস্ব কৃষ্টিতে গড়ে ওঠা সমস্ত বয়সের বাঙালীর ও বাংলার আপন জীবনকথা।
'কুট্টুস'-এর বিনোদনের বিশ্বে থাকছে ভিডিও ও অডিওর মেলবন্ধন। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, থিয়েটারের সঙ্গে নাচ, গান, পডকাস্ট এবং ভিন্নমুখী সাক্ষাৎকার। এখানে দেখা যাবে বেশকিছু সেরা ছবি যার গল্পগুলি ধ্রুপদী বিশ্বে বিশেষভাবে পরিচিত। 'কুট্টুস'-এর বিনোদনের ঝুলিতে অন্যতম সম্পদ হল সঙ্গীত। যার আয়োজনও একেবারে ভিন্নমুখী।
বিনোদনকে খুব সহজ, সরল ভাষায় বিশ্লেষণ করার অনন্য মাধ্যম হয়ে উঠবে 'কুট্টুস'। সম্প্রতি হয়ে গেল এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা। প্ল্যাটফর্মে নাটকের দায়িত্বে থাকবেন অভিনেতা চন্দন সেন। এদিন এমনটাই জানালেন তিনি।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের ভিড়ে হারিয়ে যেতে বসেছে সিনেমা, থিয়েটার। কিন্তু বাংলার সমস্ত বিনোদনের মাধ্যমকে এক ছাদের তলায় আনতেই আসতে 'কুট্টুস'। সব ধরণের বয়সের দর্শক যাতে বিনোদনের স্বাদ গ্রহণ করতে পারেন সেই দিকেই নজর রাখছে এই প্ল্যাটফর্ম। ওটিটিতে সেরা হওয়ার লড়াইয়ে এবার যুক্ত হতে চলেছে 'কুট্টুস'ও।
