প্রিয় মানুষকে হারিয়ে অনেকেই অবসাদে ভুগতে থাকেন। সবথেকে কাছের মানুষটার সঙ্গে আর কখনও দেখা না হওয়া, কথা না বলার কষ্ট কুরে কুরে খেতে থাকে। একই সঙ্গে মৃত্যু পরবর্তী জীবন বলে কি আদৌ কিছু হয়? হলে তা কেমন? এমন প্রশ্ন হাজারো। এবার কি সেগুলোকে সহজ করবে বিজ্ঞান? তেমনটাই মনে হচ্ছে। এমন এক নতুন অ্যাপ এসেছে যা মৃত মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্য করবে।
যে নতুন অ্যাপটির কথা হচ্ছে, সেটার নাম ২ওয়াই। এটি অত্যাধুনিক এআই ব্যবহার করে একটি হাইপার রিয়েলিস্টিক হোলো অবতার বানাবে। কীভাবে? মাত্র কয়েক মিনিটের ভিডিও এবং অডিওর সাহায্যে। এই অবতার কেবল সেই মৃত মানুষদের মতো দেখতে হবে যে সেটা নয়, সেটা নড়াচড়া করবে, কথা বলবে, প্রতিক্রিয়া জানাবে। দেখে মনে হবে যে মানুষটাকে আপনি হারিয়ে ফেলেছেন সেই যেন আবার ফিরে এসেছে। তিনি যেভাবে, যে ভঙ্গি বা উচ্চারণে কথা বলতেন সেভাবেই তাঁর এই হোলো অবতার কথা বলবে। ফলে বাস্তবে মৃত মানুষের সঙ্গে হয়তো যোগাযোগ স্থাপন করা যাবে না। অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন থেকে সেই মৃত মানুষ হয়তো কথা বলবেন না সত্যি সত্যি। কিন্তু তাঁর বিকল্প, তাঁর মতোই তাঁর এই অবতার থাকবে। তাঁর মৃত্যুর পরও তাঁর নিকট আত্মীয় যেন অনেকটাই কষ্ট ভুলতে এই হোলো অবতারের সঙ্গে কথা বলতে পারবেন, সাময়িক স্বস্তি পাবেন।
কিন্তু এভাবে যে কারও তথ্য নিয়ে হোলো অবতার বানানো হচ্ছে, তাতে এই তথ্যগুলোর ভবিষ্যৎ কী? কোনও বিপদের ঝুঁকি রয়েছে কি? ২ওয়াই-এর তরফে জানানো হয়েছে, ডিজিটাল দুনিয়া এবং জীবনের মধ্যে ফারাককে আরও কমিয়ে দেবে। এই অবতারগুলোর হয়তো নিজেদের জ্ঞান থাকবে না, কিন্তু মানবিক দিককে এমন ভাবে তুলে ধরবে যা আগে কখনও ঘটেনি। তবে, এটা আদতেই সাময়িক স্বস্তির হাতিয়ার হবে, না নতুন করে জটিলতা তৈরি করবে তা এখনও অজানা।
এই এআইয়ের সাহায্যে নির্মিত হোলো অবতার কি আদৌ বাস্তবে যে মানুষটা ছিল থেকে নেই হয়ে গিয়েছে তাঁর স্মৃতিকে, তাঁর কথা বলার ধরন, গলার স্বর ফিরিয়ে দিতে পারবে? তেমনটাই দাবি করা হচ্ছে। জানানো হয়েছে, ডিপ লার্নিং প্রক্রিয়ার মাধ্যমে মুখের ক্ষুদ্রাতিক্ষুদ্র এক্সপ্রেশন, গলার স্বরকে ধরা হবে। এতে যখন কেউ কোনও মৃত ব্যক্তির হোলো অবতারের সঙ্গে কথা বলবেন, তাঁর মনে হবে যেন বাস্তবেই তিনি সেই মৃত মানুষটার সঙ্গেই কথা বলছেন। অবিকল এক থাকবে তাঁর কথা বলার ধরন, উচ্চারণ।
