সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের প্রতিটি পদক্ষেপ, খুঁটিনাটি বিষয়ের উপর দৃষ্টি থাকে তাঁর অনুরাগীদের। এবং নিন্দুকদেরও। তারকার আগামী ছবি 'সিকান্দর' নিয়ে ইতিমধ্যে আগ্রহের পারদ তুঙ্গে। সম্প্রতি, সমাজমাধ্যমে মুক্তি পেয়েছে সলমনের ছবির একটি পোস্টার। এবং তা দেখেই নিন্দার ঝড় ধেয়ে এসেছে 'টাইগার'এর দিকে। নিন্দুকদের অভিযোগ, ছবির সেই পোস্টারে সলমন সম্পূর্ণ নকল করেছেন জ্যকলিন ফার্নান্ডেজকে!
ছবিতে দেখা যাচ্ছে, তীক্ষ্ণ, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সলমন। তাঁর মুখের উপর খেলা করছে লালচে-নীল আলো। তাতে বলি-তারকাকে লাগছে আরও রহস্যময়। সলমনের হাতে ধরা রয়েছে যে কোনও ধারালো অস্ত্র, তা-ও দিব্যি টের পাওয়া যাচ্ছে পোস্টারে। নিন্দুকদের দাবি, ২০২০-তে মুক্তি পাওয়া জ্যাকলিনের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’-এর পোস্টারকেই হুবহু নকল করা হয়েছে সলমনের ছবির পোস্টারে! পোস্টার জুড়ে খেলা করছে সেই একই রকমের লাল-নীল আলোর আভা। জ্যাকলিনের মতোই কঠিন মুখে, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সলমন। শুধু তাই নয়, সমাজমাধ্যম খুঁজেপেতে ইমরান হাশমির ‘রাজ ৩’র পোস্টারও বের করেছেন নিন্দুকরা। সেই ছবির একটি পোস্টারের সঙ্গেও সলমন ও জ্যাকলিন-এই দু’জনের ছবির-ই পোস্টারের অদ্ভুত মিল।
Both are good posters! pic.twitter.com/TvliWqTjy7
— KRK (@kamaalrkhan)Tweet by @kamaalrkhan
ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। সূত্রের খবর, এই ছবির জন্য অনেকটাই ওজন ঝরিয়েছেন সলমন। বেশ ছিপছিপে অবতারেই নাকি ‘সিকন্দর’ হয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনি’-এর পরিচালক এ আর মুরুগাদোস। জন্মদিনের পরের দিনই নতুন অবতারে ধরা দিয়েছিলেন সলমন। প্রকাশ্যে এসেছিল 'সিকান্দর'-এর প্রথম ঝলক। সেই ঝলকের শুরুতেই সলমনকে বলতে শোনা যায়, “শুনছি বহু মানুষ নাকি আমার পিছনে পড়ে আছেন! এবার শুধু আমার ফেরার অপেক্ষা।” তারপরেই ভরপুর অ্যাকশনে দেখা যায় সলমনকে। সবার মাঝে যেন একাই একশো ‘ভাইজান’। বহুদিন পর ফের অ্যাকশন অবতারে সলমনকে দেখে বেজায় আপ্লুত নেটিজেনরা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে সলমন কড়া নিরাপত্তায় শুরু করেছেন শুটিং। ২০২৫-এর ঈদে আসতে চলেছে সলমন খানের ‘সিকান্দর’।
