টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
কার্তিকের পরিবারের সম্পদ বৃদ্ধি
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের পরিবারের নতুন বিনিয়োগ নিয়ে ফের শোরগোল। চলতি বছরের সেপ্টেম্বরেই শোনা গিয়েছিল, মুম্বইয়ের অন্ধেরিতে প্রায় ১৩ কোটি টাকার একটি অফিস কিনেছেন অভিনেতা। এবার সামনে এল আরও এক তথ্য—কার্তিকের বাবা-মা মুম্বইয়ের ভিলে পারলে এলাকায় একটি অফিস ইউনিট কিনেছেন।
জানা গিয়েছে, জ্যাপকি-র মাধ্যমে অ্যাক্সেস করা নথি অনুযায়ী কার্তিকের বাবা মনীশ তিওয়ারি এবং মা মালা তিওয়ারি ১০.৮৩ কোটি টাকা দিয়ে ওই অফিসটি কিনেছেন। স্ট্যাম্প ডিউটি হিসাবে অতিরিক্ত ৬৫ লক্ষ টাকাও জমা দিয়েছেন তাঁরা। এই লেনদেনের রেজিস্ট্রেশন হয়েছে ২৭ নভেম্বর। নথি অনুযায়ী, সম্পত্তিটির কার্পেট এলাকা ১,২২৮ বর্গফুট, সঙ্গে রয়েছে দু’টি পার্কিং স্পেস।
সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, অফিসটি ভিলে পারলে স্টেশন থেকে মাত্র ১.৬ কিলোমিটার, অন্ধেরি স্টেশন থেকে ৩ কিলোমিটার, আর বান্দ্রা–ওরলি সি-লিঙ্ক থেকে ৬.৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরেই কার্তিক আলিবাগে দু’হাজার বর্গফুট জমি দু’কোটি টাকা দিয়ে কিনেছিলেন।
আর্থিক তছরুপ কাণ্ডে নেহার নাম
বলিউড অভিনেত্রী ও কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহা শর্মাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে কেন্দ্র করে অর্থপাচার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় সংস্থা। ইডি সূত্রে খবর, মঙ্গলবার হাজিরা দেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।
সংবাদমাধ্যমকে কর্মকর্তারা জানিয়েছেন, ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’ খ্যাত অভিনেত্রীর বয়ান আর্থিক তছরুপ প্রতিরোধ আইন-এর অধীনে লিপিবদ্ধ করা হচ্ছে। ওই অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তাঁর বিভিন্ন বিজ্ঞাপন ও এন্ডোর্সমেন্টের যোগসূত্র রয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে একই মামলায় সোনু সুদ, বিজয় দেবেরাকোন্ডা, প্রকাশ রাজ, ঊর্বশী রাউতেলা, শিখর ধওয়ন, যুবরাজ সিং, রানা দাগ্গুবতি-সহ আরও বহু তারকাকে ইডি তলব করেছিল।
শেহবাজের সাফাই
‘বিগ বস ১৯’ থেকে বেরিয়েই নানা বিতর্ক ও সমালোচনার জবাব দিলেন শেহবাজ বদেশা। শেহনাজ গিলের ভাই এবং প্রয়াত সিদ্ধার্থ শুক্লর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শেহবাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি ভোট পাওয়ার জন্য শেহনাজ ও প্রয়াত সিদ্ধার্থর নাম ব্যবহার করেছেন। পাশাপাশি তাঁকে কটাক্ষ করা হয় ‘বোনের রোজগারে চলে’ বলে। তবে এসব নিয়ে একেবারেই চিন্তিত নন তিনি।
এক সাক্ষাৎকারে শাহবাজ বলেন, “আগে আমার জীবনে পরিস্থিতি খুব একটা ভাল ছিল না। ভাবলাম, বিগ বস করলে শোয়ের পর যা করব, সব ভালই হবে। এখন ভাল সময় এসেছে, তাই আমি নিজের সেরাটা দিতে চাই। আর ‘বোনের কামাইয়ে চলা’ ট্যাগ নিয়ে বলি— আমি শেহনাজের রোজগারে খেতে থাকব, এতে আমার কোনও টেনশন নেই!”
শোয়ে থাকার সময় অভিযোগ উঠেছিল যে, তিনি শেহনাজ এবং সিদ্ধার্থের নাম নিয়ে ভোট টানছেন। এ বিষয়ে শেহবাজের সাফাই, “যারা বলছে আমি ভোটের জন্য শেহনাজ বা সিদ্ধার্থের নাম নিয়েছি, তাঁদের জবাব দেওয়ার প্রয়োজনই মনে করি না। এত বছর ধরে আমি তাঁদের নাম বলেছি— তখন তো কেউ প্রশ্ন করেনি! তখন কি আমি ভোট চাইছিলাম? আমার তাঁদের সঙ্গে সম্পর্ক আছে, এতে খারাপ কী?” শেহবাজ জানান, অন্যরা কী বলছে তা নিয়ে তিনি ভাবিত নন। বরং এখন নিজের কাজেই মন দিতে চান।
