টলি পাড়ায় কত সম্পর্কই না গড়ে, আর কত সম্পর্ক ভাঙে। তবে অনুরাগীদের যে জুটি বিশেষ পছন্দের হয়, সেগুলোর ভাঙাগড়া সবসময়ই আতশ কাচের তলায় থাকে। ঠিক যেমন এই জুটির। বিগত কিছুদিন ধরেই তুঙ্গে নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিচ্ছেদের খবর। এর মধ্যেই কোন 'বিশেষ' মানুষের সঙ্গে দেখা করলেন অভিনেতা? 

নীল ভট্টাচার্য সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখে যাচ্ছে তিনি একটি শপিং মলে হাঁটছেন। ক্যামেরা তাঁকে অনুসরণ করছে। আর সেই ভিডিওর ক্যাপশনে লেখা, '২০২৬ সালে আমায় যে মানুষটা আরও ভাল, উন্নত করতে পারে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি।' কার সঙ্গে এদিন দেখা করলেন অভিনেতা? কে সেই বিশেষ মানুষ যাঁর সঙ্গে বিচ্ছেদ চর্চার মধ্যে দেখা করলেন? সেই বিশেষ মানুষ আর কেউ নন, বরং তিনি নিজেই। নিজের সঙ্গে দেখা করেন। ভিডিওর শেষে দেখা যায় নীল ভট্টাচার্য একটি আয়নার সামনে এসে দাঁড়াচ্ছেন। সেখানে তাঁর প্রতিবিম্ব দেখা যাচ্ছে। 

প্রসঙ্গত, সম্প্রতি আরও একটি ভিডিও শেয়ার করেছেন নীল, যা নজর কেড়েছিল নেটিজেনদের। সেখানে দেখা গিয়েছিল এক অল্প বয়সী যুগল বসে রয়েছেন। পরক্ষণেই দেখে যায় এক বৃদ্ধ যুগলকে। এই ভিডিও শেয়ার করে অভিনেতা লেখেন, 'আমি চাই তোমার আমার গল্পটা যেন এভাবেই শেষ হয়।' বিচ্ছেদ চর্চার মধ্যে এই পোস্ট যে বিশেষ ইঙ্গিতপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। 

প্রসঙ্গত নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা দীর্ঘদিনের বন্ধু। ২০২১ সালে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। তবে সম্প্রতি তাঁরা ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করেছেন। সমাজমাধ্যমে দীর্ঘদিন একে অন্যের সঙ্গে কোনও ছবিও ভাগ করেননি তাঁরা। সবটা দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। ফলে দারুণ চর্চায় রয়েছে তাঁদের বিচ্ছেদ চর্চা। যদিও এই জুটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি। আজকাল ডট ইন-এর তরফে এই চর্চার বিষয়ে নীলকে প্রশ্ন করায় তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। 

প্রসঙ্গত, নীল ভট্টাচার্যকে বর্তমানে 'ভোলে বাবা পর করেগা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছেন মধুমিতা সরকার। অন্যদিকে তৃণা সাহা 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে মুখ্য মহিলা চরিত্রে নজর কাড়ছেন। সেখানে তাঁর বিপরীতে আছেন ইন্দ্রজিৎ বসু। টিআরপিতে রীতিমত চমক দেখাচ্ছে এই ধারাবাহিক।