সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
গোপনে বিয়ে সারলেন নার্গিস ফাকরি
অভিনেত্রী নার্গিস ফাকরি তাঁর দীর্ঘদিনের প্রেমিক যুক্তরাষ্ট্রনিবাসী উদ্যোক্তা টনি বেগের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। নার্গিস আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত না করলেও, তাঁদের বিয়ের অনুষ্ঠানের কেকের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করছেন জুটিতে।
নাচতে গিয়ে ভয় পেয়েছিলেন 'পুষ্পারাজ'?
'পুষ্পা ২'-এর সাফল্য আকাশছোঁয়া। আল্লু অর্জুনকে যেন আরও একবার নতুন করে 'পুষ্পা' অবতারে চিনেছেন দর্শক। ছবি ঘিরে এখনও উত্তেজনা ও কৌতূহল দুই তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আল্লু অর্জুন জানান, ছবির একটি দৃশ্য করতে গিয়ে তিনি খানিকটা ভয় পেয়েছিলেন। তিনি জানান, শাড়ি পরে নাচার একটি দৃশ্যের কথা তিনি যখন প্রথম জানতে পারেন, তখন খুবই ভয় পেয়ে যান। তবুও মনে সাহস নিয়ে পরিচালকের নির্দেশ মেনে দৃশ্যটি পর্দায় ফুটিয়ে তোলেন।
বরের সঙ্গে মাঝরাতে কী করলেন পরিণীতি?
মাঝরাতে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে 'রোমান্টিক ড্রাইভ' উপভোগ করলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সমাজমাধ্যমে তাঁর ভাগ করে নেওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, দিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে রাতের অন্ধকারে গাড়ি চালাচ্ছেন রাঘব। তাঁর পাশেই রয়েছেন পরিণীতি। দু'জনের দিল্লি ভ্রমণের সুন্দর মুহূর্ত দেখে জুটিকে ভালবাসায় ভরিয়েছেন নেটিজেনরা।
