সংবাদ সংস্থা, মুম্বই: বিনোদন দুনিয়ায় দু:সংবাদ। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা পরভিন দাবাস। বান্দ্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন মাই নেম ইজ খান'- অভিনতা। 

শনিবার সকালে ঘটেছে দুর্ঘটনাটি। সূত্রের খবর, এদিন ভোরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পরভিন। তবে কীভাবে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তা এখনও সামনে আসেনি৷ আহত অবস্থায় তাঁকে বান্দ্রার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। অভিনেতার শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানি। চিকিৎসকরা তাঁকে এখনও পর্যবেক্ষণে রেখেছেন।

পারভিন প্রো পাঞ্জা লিগের সহ প্রতিষ্ঠাতা। অভিনেতার দুর্ঘটনার পরই বিবৃতিতে প্রো পাঞ্জা লিগ জানিয়েছে, “পারভিন দাবাস বর্তমানে চিকিৎসাধীন। আমারা এই কঠিন সময়ে পারভিন ও তাঁর পরিবারের সঙ্গে রয়েছি। প্রো পাঞ্জা লিগ ম্যানেজমেন্ট অভিনেতার পরিস্থিতির পর্যবেক্ষণ করছে এবং যথাযথ আপডেট আমরা দেব।”

‘খোসলা কা ঘোষলা’, ‘মাই নেম ইজ খান’, ‘মনসুন ওয়েডিং’, ‘রাগিনি এমএমএস ২’- এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন পরভিন দাবাস। এর মধ্যে ‘খোসলা কা খোসলা’ ছবিতে তাঁর প্রশংসা দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অভিনয় ছাড়াও পরভিন একজন প্রশিক্ষিত স্কুবা ডাইভার এবং ফটোগ্রাফার। ২০০৮ সালে ২৩ মার্চ অভিনেত্রী প্রীতি ঝাঙ্গিয়ানিকে বিয়ে করেন পারভিন। তাঁদের দুটি ছেলেও রয়েছে। জয়বীর ও দেব। বান্দ্রায় পরিবারকে নিয়ে থাকেন পারভিন। অভিনেতার দুর্ঘটনার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷