সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সইফ-কাণ্ডে নয়া মোড়!
সইফ আলি খানের উপর হামলা কাণ্ডে নয়া মোড়।
বাংলাদেশ থেকে শরিফুলের বাবা দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি তাঁর ছেলে নন। এদিকে আরও চাঞ্চল্যকর তথ্য ছড়ায়। সইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে নাকি মিল নেই শরিফুলের আঙুলের ছাপের। সইফের বাড়ি থেকে সংগ্রহ করা ১৯টি নমুনার একটির সঙ্গেও নাকি মিল নেই শরিফুলের আঙুলের ছাপের। জানা গিয়েছে, ধৃত শরিফুল ইসলাম শেহজাদের ১০টি আঙুলের ছাপ পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য। মহারাষ্ট্র সিআইডি-র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছেন তাতে জানা যাচ্ছে, সইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটিও মিলছে না শরিফুলের সঙ্গে। কিন্তু মুম্বই পুলিশ স্পষ্ট জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষার যাবতীয় কাজ এখনও তাদেরই আওতায়। যদি পুরো বিষয়টা গুজব বলেছেন পুলিশ।
বিয়ের তোরজোড় খুশির!
সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী খুশি কাপুর তাঁর বিয়ের পরিকল্পনা ভাগ করেছেন। তিনি জানান, ছোটবেলায় দিদি জাহ্নবীর সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিলেন। খুশির কথায়, "জাহ্নবী ভেবেছিল ও তিরুপতি চলে যাবে আর সেখানেই সংসার করবে। কিন্তু আমি ভেবেছিলাম পরিবারের সঙ্গে এক বাড়িতেই থাকব। সঙ্গে আমার স্বামী ও দুই সন্তানও থাকবে।" ছোটবেলার এই পরিকল্পনা বলতে গিয়ে হেসে খুন অভিনেত্রী।
মায়ের আরোগ্য কামনায় উর্বশী
সমাজমাধ্যমে অভিনেত্রী উর্বশী রাউতেলা জানান, তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের সঙ্গে একটি ছবি ভাগ করে এই খবর জানান তিনি। ওই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন উর্বশীর মা মীরা রাওতেলা। উর্বশীকে জাতীয় পতাকা হাতে মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়। ছবিটি ভাগ করে তিনি লিখেছেন, 'দয়া আমার মায়ের জন্য প্রার্থনা করুন সকলে।' যদিও ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানা যায়নি।
