বাড়ির পরিচারিকাকে দিনের পর দিন ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ‘ধুরন্ধর’ ছবির অভিনেতা নাদিম খান! মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এই অভিনেতা। সেই পরিচারিকার অভিযোগের ভিত্তিতে মালভানি থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও দীর্ঘদিন ধরে যৌন শোষণের মামলা রুজু হয়েছে। অভিযোগকারিণীর দাবি, প্রায় এক দশক ধরে বিভিন্ন সময়ে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে এবং বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করা হয়েছে।

সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, দীর্ঘ সময় ধরে ভয় ও মানসিক চাপে নাকি তিনি চুপ করে ছিলেন। বিয়ের আশ্বাসে বিশ্বাস রেখে নীরবতা বজায় রেখেছিলেন। কিন্তু পরে যখন অভিযুক্ত অভিনেতা বিয়ে করতে অস্বীকার করেন এবং মানসিক নির্যাতনের মাত্রা বেড়ে যায়, তখনই তিনি আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনও অনুরূপ অভিযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নাদিম খান সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাতের রাঁধুনি আখলাকের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি ‘মিমি’ (২০২১), ‘বধ’ (২০২২), ‘ম্যায় লড়েগা’ (২০২৪)-সহ একাধিক ছবিতে ছোট কিন্তু নজরকাড়া চরিত্রে দেখা গিয়েছেন। থিয়েটারের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত বলে জানা যায়।

আগামী দিনে সঞ্জয় মিশ্র ও নীনা গুপ্ত অভিনীত ‘বধ ২’ ছবিতে তাঁকে দেখা যাওয়ার কথা ছিল, যা ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তির কথা। ২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি প্রচারমূলক ভিডিয়োতেও তিনি অংশ নিয়েছিলেন।

">

এই মুহূর্তে অভিযুক্ত অভিনেতা বা তাঁর প্রতিনিধিদের তরফে কোনও প্রকাশ্য বিবৃতি পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এইমুহূর্তে জোরকদমে তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।