সংবাদ সংস্থা মুম্বই: গ্যাংটক থেকে দার্জিলিং, পাহাড়ের কোলে ভক্তদের মন জয় করছেন কার্তিক আরিয়ান। কার্তিকের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে ঢুকলেই এখন দেখা যাবে হিমালয় ঘেঁষা একরাশ ছবি! গ্যাংটক থেকে দার্জিলিং—নতুন ছবির শ্যুটিংয়ের মাঝে পাহাড়ি হাওয়া গায়ে মেখে নিচ্ছেন অভিনেতা। তার সঙ্গে পাহাড়বাসীদের অকুণ্ঠ ভালবাসা-ও।
সম্প্রতি, ইনস্টাগ্রামে দার্জিলিংয়ে কাটানোর নানান মুহূর্তের ঝলক পোস্ট করেছেন কার্তিক। এদিন যেমন দেখা গেল, দার্জিলিংয়ের এক রেস্তরাঁয় বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে বসে হাসিমুখে আড্ডা দিচ্ছেন বলি-অভিনেতা। কখনও একজন সন্ন্যাসীর সঙ্গে নিজস্বী কখনও বা সারি দিয়ে বসে থাকা সন্ন্যাসীদের সঙ্গে অনাড়ম্বর ভঙ্গিমায় আড্ডা-আলোচনায় ব্যস্ত তিনি। শেষ ছবিতে জানালার ধারে বসে পাহাড়ের দৃশ্য দেখছেন—চোখেমুখে শান্তি ও আনন্দের ছোঁয়া স্পষ্ট। ছবির ক্যাপশনে মজা করে কার্তিক লিখেছেন, “বার্ষিক বাবা কনফারেন্স। দার্জিলিং”।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)
অন্যদিকে, গ্যাংটকেও জমজমাট ছিল কার্তিকের ভক্তসংবর্ধনা। ইনস্টাস্টোরিতে অভিনেতা শেয়ার করেছিলেন এক ভিডিও—রাস্তার ধারে দাঁড়িয়ে ভক্তরা নাচছে, চিৎকার করছে, ফোনে রেকর্ড করছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় ব্যান্ড 'কোল্ডপ্লে'র 'ভিভা লা ভিদা—আর ক্যাপশনে কার্তিক লিখেছিলেন - "গ্যাংটক, এত ভালবাসার জন্য ধন্যবাদ... মনে থাকবে চিরকাল।" বর্তমানে কার্তিক শ্যুট করছেন অনুরাগ বসুর সঙ্গে তাঁর পরবর্তী প্রজেক্টে। তার দরুণ এই গ্যাংটক-দার্জিলিংয়ে শ্যুট। যদিও ছবির নাম এবং গল্প এখনও গোপন, কিন্তু লোকেশন আর অভিনেতার লুকস দেখে ইতিমধ্যেই উত্তেজনায় ভাসছে ভক্তমহল।
প্রসঙ্গত, ২০২৬ সালের ভ্যালেন্টাইন উইক-এ আসছে কার্তিকের নতুন রোম্যান্টিক কমেডি—‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’। প্রযোজনায় ধর্মা প্রোডাকশন, পরিচালনায় সমীর বিদ্বানস।