বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি 'দ্য ট্রায়াল ২'-এর প্রচারে হাজির হন কালো বডিকন পোশাকে। সেখানে উপস্থিত পাপারাজ্জিরা তাঁর শরীরের দিকে বিশেষভাবে জুম করে ভিডিও তোলেন। সেই ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। এমনকী কেউ কেউ প্রশ্ন তোলেন তিনি কি অন্তঃসত্ত্বা? এই অনভিপ্রেত পরিস্থিতিতেই সরব হন টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী মিনি মাথুর।
মিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় লেখেন— “আপনারা কীভাবে সাহস পান ওঁর শরীর নিয়ে এমন আচরণ করতে? চিরযৌবন ধরে রাখা কাজলের দায়িত্ব নয়। ওকে কেমন দেখাবে, তা আপনাদের ঠিক করার অধিকার নেই।”
মিনির এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। বহু মানুষ তাঁকে সমর্থন জানিয়ে লেখেন, 'নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই প্রতিবাদ অত্যন্ত জরুরি।' শুধু একজন তারকা বলেই তাঁর শরীর বা ব্যক্তিগত জীবনের উপর কেউ অধিকার ফলাতে পারে না—এই বার্তাই দিলেন মিনি মাথুর।
ঘটনাটি আবারও সামনে আনল পাপারাজ্জি সংস্কৃতির অন্ধকার দিক। নারীর পোশাক বা শরীর নিয়ে অতিরিক্ত কৌতূহল যে কতটা অসম্মানজনক হতে পারে, এই বিতর্ক তা স্পষ্ট করে দিল। সব মিলিয়ে, কাজলকে ঘিরে এই বিতর্ক শুধু এক অভিনেত্রীর নয়, বরং সমাজের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। মিনি মাথুরের সাহসী মন্তব্য তাই আজ আরও বেশি প্রাসঙ্গিক।
এদিকে কাজল পেশাগতভাবে ব্যস্ত রয়েছেন তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল ২' নিয়ে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জিয়ো হটস্টারে সম্প্রচারিত হবে সিরিজটি। এছাড়া তিনি ‘টু মাচ’ নামের নতুন চ্যাট শোও হোস্ট করবেন, যেখানে তাঁর সঙ্গে থাকবেন টুইঙ্কল খান্নাও। অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ভৌতিক ঘরানার ছবি ‘মা’।
প্রসঙ্গত, 'দ্য ট্রায়াল ২'-এ কাজলের বিপরীতে রয়েছেন যিশু সেনগুপ্ত। বলিউডের বেশ কিছু ছবিতে যিশুকে শক্তিশালী নারী চরিত্রের স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি 'ট্রায়াল সিজন ২'-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে যিশু নিজেই মজা করে জানালেন এর আসল কারণ।

মুম্বই সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল—কেন তিনি বারবার এই ধরনের চরিত্রে অভিনয় করছেন? যিশু রসিকতার সুরে উত্তর দেন, “পয়সা।” তিনি বলেন, “যা চাই, প্রযোজকেরা দিয়েছেন, তাই করেছি। টাকা ঠিকমতো দিলে আমি চরিত্রে প্রাণ দেওয়ার চেষ্টা করি।” তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি শুনে উপস্থিত সবার মধ্যেই হাসির রোল ওঠে।
তবে শুধুই টাকা নয়, যিশু যুক্তি দিয়ে বলেন, চরিত্র যদি ভাল হয়, গল্প যদি দর্শকের মন ছুঁতে পারে—তাহলে অভিনেতা হিসেবে তাঁর আর কিছু চাওয়ার থাকে না। তাঁর বক্তব্য, “দর্শক যদি মনে না করে আমি একই রকম চরিত্র বারবার করছি, তাহলে আমার বিরক্ত হওয়ার কিছু নেই। যতদিন পরিচালক-প্রযোজকেরা আমাকে এই চরিত্র দেবেন, আমি করব।”
