কেবল ছবি বা কাজ নয়, শহর থেকে সারমেয়, বিভিন্ন বিষয়ে মিমি চক্রবর্তী বরাবরই সরব হয়েছেন প্রয়োজন। এদিনও তার অন্যথা হল না। সহনাগরিকদের কাণ্ডকারখানা দেখে অভিনেত্রী দারুণ ক্ষুব্ধ হন, তার কারণ সহ ছবি সবটাই সমাজমাধ্যমে তুলে ধরেন।
কী ঘটেছে? শহরের বুকে যত্রতত্র পানের পিক ফেলা, কাগজ, প্লাস্টিক ফেলা নতুন কিছু নয়। প্রশাসন, সহনাগরিকদের বারবার বলা, সচেতন করার পরেও যাঁদের এই কাজ করার তাঁরা ঠিকই করে যান। কিন্তু মা উড়ালপুলে সম্প্রতি এমনটা আবারও ঘটতে দেখায় যারপরনাই রেগে যান অভিনেত্রী, প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। ব্রিজের দেওয়ালে লেগে থাকা পানের পিকের ছবি তুলে তিনি এক্স অর্থাৎ বর্তমানে যা টুইটার নামে পরিচিত সেখানে পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'কেন কেন কেন? খুব সহজ তাই না কিছু ঘটলেই প্রশাসনের দিকে আঙুল তোলা। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আপনার সামান্য সিভিক সেন্স কত কিছু অনেকটা বদলে দিতে পারে? আমি সামান্য একটু সিভিক সেন্সের কথা বলছি, কোনও রকেট সায়েন্স নয়। আমাদের সিটি অফ জয় আমাদের গর্ব, তাহলে সেটার যত্ন নেবেন না কেন? সামান্য পরিবর্তনও অনেকটা গুরুত্বপূর্ণ।' অভিনেত্রী এদিন তাঁর এই পোস্টের স্ক্রিনশট ইনস্টাগ্রামেও পোস্ট করেন সচেতনতা বাড়াতে।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মিমি চক্রবর্তী অভিনেত্রী পাশাপাশি সারমেয়দের নিয়ে কাজ করেন। তাঁর নিজেরও একাধিক পোষ্য রয়েছে। এছাড়া তিনি বাগান করতেও দারুণ ভালবাসেন।
চলতি বছরের পুজোয় মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'রক্তবীজ ২:। ২০২৩ সালে মুক্তি পাওয়া 'রক্তবীজ' -এর সিক্যুয়েল এটি। বক্স অফিসে দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে ছবিটি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবিতে মিমি চক্রবর্তী ছাড়াও ছিলেন আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, প্রমুখ। আগামীতে মিমি চক্রবর্তীকে দর্শকরা 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিতে দেখতে পাবেন। এই ছবিটিও উইন্ডোজ প্রোডাকশন হাউজের। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে। সেখানে মিমি চক্রবর্তী ছাড়াও থাকবেন সোহম মজুমদার, স্বস্তিকা দত্ত, প্রমুখ।
