আজকাল ওয়েব ডেস্ক: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে বড় বাজির নাম— ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ২০২৬-এ মুক্তির কথা থাকলেও এখনই সোশ্যাল মিডিয়ায় লিক হওয়া ছবি আর ভিডিও ঘিরে উত্তাল ভক্তমহল।
সম্প্রতি এক ক্রু মেম্বারের শেয়ার করা বিহাইন্ড দ্য সিন ছবি ঘিরে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। ওই ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছে ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর ‘দ্য থিং’, ‘থান্ডারবোল্টস’-এর ইউএস এজেন্ট এবং ফ্যালকন— তাও পুরো সুপারহিরো কস্টিউমে, একসঙ্গে দাঁড়িয়ে এক রহস্যময় কন্ট্রোল রুমে!
ভক্তদের একাংশ দাবি করছেন, চরিত্রগুলির অবস্থান যেহেতু কাঁচে ঢাকা রুমে, এটা সম্ভবত ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর স্পেসশিপের ককপিট, যা দেখা গিয়েছিল ‘থান্ডারবোল্টস’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যে।
⌚️ Danny Ramirez, Ebon Moss-Bachrach and Wyatt Russell behind the scenes of 'AVENGERS: DOOMSDAY'.
— MCU News and Rumors (@mcunewsrumors)
???? https://t.co/Enm4ekuO6V pic.twitter.com/gfGdzkQMk5Tweet by @mcunewsrumors
অন্যদিকে, প্যানেলের রেট্রো ডিজাইন দেখে অনেকে বলছেন, এটা হতে পারে টিভিএ অফিস—যেখানে টাইমলাইনের নিয়ন্ত্রণ চলে। তাহলে কি টাইমলুপে ঢুকে পড়েছে এরা? আবার আগের লিকড ফুটেজে যে লোকেশন দেখা গিয়েছিল, তা দেখতে ছিল মাড্রিপুর-এর মতো—মার্ভেলের বিখ্যাত কাল্পনিক অপরাধপ্রবণ দ্বীপ!

আসলে, জেমস গান-এর ‘সুপারম্যান’ ছবিকে টেক্কা দিতে মরিয়া মার্ভেল! ‘থান্ডারবোল্টস’ ছবিটি সমালোচক ও দর্শকের প্রশংসা পেলেও, সাম্প্রতিক মার্ভেল ওয়েব সিরিজগুলো বক্স অফিসে যেমন চরম ব্যর্থ হয়েছে, তেমন জন্মান্সও ছাপ ফেলতে পারেনি একেবারেই। তাই সমস্ত চাপ এখন পড়েছে মার্ভেল-এর এই দুটি ছবির ওপর—
দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস (মুক্তি: ২৫ জুলাই, ২০২৫)
অ্যাভেঞ্জার্স : ডুমসডে (মুক্তি ২০২৬)
'দ্য ফ্যান্টাস্টিক ফোর' পরিচালনা করছেন ম্যাট শ্যাকম্যান। অভিনয়ে রয়েছেন পেদ্রো পাসকাল, ভেনেসাকার্বি, মস-বাচরাচ ও জোসেফ কুইন। অন্যদিকে, ডিসি-র জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান ছবিটিও প্রায় একই সময় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, ফলে রীতিমতো সিনেম্যাটিক ওয়ার শুরু হয়েছে।
মার্ভেল হাল ধরতে পারবে তো?
