সংবাদসংস্থা মুম্বই: বহুদিন ছবির জগৎ থেকে দূরে থাকার পর  সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব শো 'হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এ দেখা গিয়েছিল অভিনেত্রী মনীষা কৈরালাকে। 

 

সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ, ফারদিন খান, শেখর সুমন এবং আরও অনেককে দেখা গিয়েছিল গল্পে। বনশালি মানেই ঝা চকচকে সেট, নিপুণ গল্পের বুনোট, আর অসামান্য চরিত্রের চিত্রণ। এই সিরিজে নতুন করে নজর কেড়েছিলেন 'মল্লিকা জান' মনীষা কৈরালা।

 


অন্যদিকে বলিউডের ছবি থেকে সিরিজের দুনিয়ায় দর্শকের মন কেড়েছেন হুমা কুরেশি। চাঁচাছোলা জবাবে সমাজ মাধ্যমেও পেয়েছেন ব্যাপক পরিচিতি। এবার দুই বলি নায়িকা ধরা দেবেন এক ফ্রেমে। 

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুভব সিনহার প্রযোজনায় ভরপুর রহস্যে মোড়া ছবিতে অভিনয় করতে চলেছেন মনীষা ও হুমা। জানা যাচ্ছে, নতুন পরিচালকের হাত ধরেই আসবে এই ছবি। এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। চলছে চিত্রনাট্য লেখা ও চরিত্রাভিনেতা নির্বাচন পর্বও। এখনই এই ছবি ঘিরে মুখ খুলতে রাজি নন নির্মাতা থেকে কলাকুশলীরাও।