বর্তমান সময় দাঁড়িয়ে অনেক সম্পর্ক ভাঙতে দেখা যাচ্ছে। বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসছে। সম্পর্ক ভাঙাগড়ার এই বিষয়ে কী মত মমতা শঙ্করের, সেটাই আজকাল ডট ইন-এর সঙ্গে অকপটে ভাগ করে নিলেন।

সম্পর্কে মিলমিশ না হলেই, মানিয়ে নিতে না পারলে আলাদা হওয়া উচিত কিনা জানতে চাইলে পদ্মশ্রী মমতা শঙ্কর বলেন, "আমি একদম বিশ্বাস করি না। এক মায়ের পেটের ভাই বোন এক রকম হয়? এক বাবা মায়ের সন্তান যদি এক রকম না হয় দুজনে, তাহলে আমি কি করে আশা করব যে একজন এক বাড়িতে বড় হয়েছে, আরেকজন আরেক বাড়িতে বড় হয়েছে তাদের দুজনের সব কিছু মিল হবে। সেটা তো হবে না।" 

তবে বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, "যদি কেউ কাউকে শারীরিকভাবে বা মানসিকভাবে প্রবল নির্যাতন করছে, তাহলে আমি অবশ্যই বলব যে সেখানে থাকার দরকার নেই। তাঁদের বাচ্চা থাকলেও না। কারণ ওরাও বুঝবে যে বাবা বা মায়ের উপর যে অত্যাচার হচ্ছে সেটা ঠিক নয়। নইলে আমার মনে হয় একটু ধৈর্য ধরে, একটু সন্তানদের কথা ভেবে তাঁদের ঠিক থাকা উচিত। কারণ বাচ্চারা কোনও দোষ করেনি। ধৈর্যের বড় অভাব হয়ে গিয়েছে। কে কী বলছে সেটা না শুনে, না দেখে, না বুঝে আমি আমার মত দিয়ে দিলাম। আজকাল একটু কিছু হলেই ভাবে, এই সম্পর্কে থাকা উচিত নয়। আলাদা হয়ে যায়। আলাদা হয়ে কী হবে? একবার যদি মানাতে না পারে... সাধারণ ব্যাপারে যদি অ্যাডজাস্টমেন্ট না হয়, আমার মনে হয় তাতে মানিয়ে নেওয়া উচিত। একসঙ্গে থাকা উচিত। যখন বয়স বাড়ে তখন কিন্তু আবার মিল হয়ে যায়। অল্প বয়সে মনে হয় আমি একা সব করে নেব। কিন্তু বয়স বাড়লে দুজনের দুজনের উপর নির্ভরশীলতা বাড়ে।" 

তিনি এদিন এও জানান যে তাঁর প্রাক্তনের সঙ্গে এখনও সুসম্পর্ক রয়েছে। কেবল তিনি নয়, তাঁর স্বামী, সন্তানদের সঙ্গেও তাঁর প্রাক্তনের ভাল সম্পর্ক বলেই জানান মমতা শঙ্কর।

প্রসঙ্গত ২৮ নভেম্বর মুক্তি পেল 'দেরি হয়ে গেছে'। ছবিটির প্রযোজনা করেছেন সপ্তর্ষি সেন, ডক্টর উদয় মোদী এবং শুভদীপ (পিকে)। ছবির গল্পের ভাবনা সপ্তর্ষি সেন এবং অপলা চৌধুরীর। অর্ণব ভৌমিক এবং এম রানা এই ছবির সংলাপ লিখেছেন। সপ্তাশ্ব বসু পরিচালনা করেছেন। মুখ্য ভূমিকায় রয়েছেন মমতা শঙ্কর এবং অঞ্জন দত্ত।