দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল, যাঁর অভিনয় দক্ষতা বহুবার দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। সেই ফাহাদ এবার চমকে দিলেন এক অন্যরকম চমকে দেওয়ার মতো স্বীকারোক্তিতে। ‘মারিসান’ ছবির প্রচারে ব্যস্ত ফাহাদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন, অভিনয়ের পর তাঁর স্বপ্ন—উবের ট্যাক্সি চালানো! তাও আবার কোনও এক করুণ বাস্তবতার ঠেলায় নয়, বরং হৃদয়ের গভীর ইচ্ছেতেই। আর কোথায় চালাবেন? স্পেনের বার্সেলোনা!

 

“আমি এখনও সেই স্বপ্নটা দেখি”— বলে ফেললেন ফাহাদ, একেবারে নির্লিপ্ত স্বরে।সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বলেন, “হ্যাঁ, আমরা কিছুদিন আগে বার্সেলোনায় গিয়েছিলাম। তো হ্যাঁ, ইচ্ছেটা এখনও আছে। এটা তখনই হবে যখন দর্শক আমাকে নিয়ে আর আগ্রহ দেখাবে না। রসিকতা করেই বলছি, কিন্তু কাউকে একটা জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে এক ধরনের শান্তি আছে। অন্য কারও গন্তব্য চোখের সামনে দেখার সৌন্দর্য, সেটা আমার খুব ভাল লাগে।”

এই বক্তব্য অনেককে অবাক করলেও, এই ‘অভিনেতা থেকে গাড়িচালক’ হয়ে ওঠার স্বপ্ন নতুন নয়। ২০২০ সালে দেওয়া এক সাক্ষাৎকারেও ফাহাদ বলেছিলেন, “এ মুহূর্তে অভিনয় বাদে এমন কিছুই নেই যেটা করে আমি আনন্দ পাব। তবে যদি কিছু করতে হয়, তাহলে আমি উবের চালাতে চাই। আমি আমার স্ত্রী (নজরিয়া নজিম)-কে বলি, অবসরে আমি বার্সেলোনায় গিয়ে মানুষকে ঘোরাতে চাই। ও-ও খুব পছন্দ করে এই প্ল্যানটা।”

এই স্বপ্নে অভিনবত্ব যেমন আছে, তেমনই আছে গভীর দার্শনিকতা। ফাহাদের মতে, শুধু গাড়ি চালানো নয়, যে কোনও শখ—খেলা, টিভি দেখা, বা অন্য কিছু—মানুষকে ভিতর থেকে গড়ে তোলে। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলায়। “এই ছোট ছোট জিনিসগুলোই আসল জীবন গড়ে তোলে,” বলেন ফাহাদ।

অভিনেতার এই সরল স্বপ্ন যেন সংবাদমাধ্যমের শিরোনাম নয়, বরং শিল্পীর অন্তর্জগতের এক দরজা খুলে দেয়। যেখানে সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও মানুষ খোঁজে নিরাবেগ শান্তি, আর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আনন্দই হয়ে ওঠে জীবনের শেষ সার্থকতা।

বার্সেলোনার গলিতে যদি একদিন ট্যাক্সি চালাতে দেখা যায় ফাহাদ ফাসিলকে, অবাক হবেন না। কারণ সিনেমার নায়ক হয়তো থামতে পারেন, কিন্তু জীবন তো থামবে না—তাই না?

 

ফাহাদ ফাসিল তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত এবং তিনি বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন। প্রসঙ্গত, ফাহাদ সম্প্রতি একটি অনুষ্ঠানে তার পুরনো কিপ্যাড ফোন নিয়ে যান, যা দর্শকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করে। এই ফোনটি তার ব্যক্তিগত পছন্দের এবং তিনি স্মার্টফোন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ফাহাদ ফাসিল তার ব্যক্তিগত জীবনকে প্রচার থেকে দূরে রাখতে পছন্দ করেন, তবে তার ফোন এবং অন্যান্য কার্যকলাপ মাঝে মাঝে খবরের শিরোনাম হয়। ফাহাদ ফাসিলের এই খবরগুলো তার ব্যক্তিগত জীবন এবং কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।