মাহি বিজ সম্প্রতি নাদিম নাদজের সঙ্গে তাঁকে জড়িয়ে তৈরি হওয়া প্রেমের গুঞ্জন নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন ট্রোলদের। জয়ের ভানুশালির সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনার পর নাদিমের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন মাহি। সেখানে তাঁকে ‘বেস্ট ফ্রেন্ড’ বলে উল্লেখ করে ‘আই লাভ ইউ’ লেখেন তিনি। সেই সঙ্গে মন্তব্য বন্ধ করে দেওয়ায় গুঞ্জন আরও জোরদার হয়।
এই পরিস্থিতিতে প্রথমে মাহির পাশে দাঁড়ান অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তিনি স্পষ্ট করে জানান, মাহি, জয় এবং তাঁদের কন্যা তারার কাছে নাদিম বাবার মতো একজন মানুষ। তারাও নাদিমকে ‘আব্বা’ বলেই ডাকে। এরপর অবশেষে নিজেই মুখ খুললেন মাহি ।
১১ জানুয়ারি, রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ট্রোলদের উদ্দেশে ক্ষোভ উগরে দেন মাহি। তিনি বলেন, “নাদিম আমার প্রিয় বন্ধু এবং চিরকাল আমার প্রিয় বন্ধুই থাকবে। ছ’বছর ধরে আমি ওর জন্য পোস্ট দিচ্ছি। ছ’বছর ধরে তারা ওকে ‘আব্বা’ বলে ডাকে। এটা জয় আর আমার যৌথ সিদ্ধান্ত ছিল। তোমরা ‘আব্বা’ শব্দটাকেই নোংরা করে ফেলেছ। লজ্জা হওয়া উচিত। নাদিম আর আমাকে নিয়ে এত জঘন্য কথা লেখার জন্য আপনাদের ধিক্কার। এটা শুধু আমার ব্যাপার নয়। অনেক মানুষ ওকে সম্মান করে। আপনারা কীভাবে এত নিচে নামতে পারো?”
মাহি আরও প্রশ্ন তোলেন, মানুষ কি তাঁদের প্রিয় বন্ধু বা ভাইবোনকে ‘আই লাভ ইউ’ বলেন না? ভিডিওয় তিনি আরও বলেন, “যারা এমন কথা বলছে, তাদের জন্য নরক খুব দূরে নয়। যে মানুষটা আমার হৃদয়, আমার আত্মা, তাকে নিয়ে যদি আপনারা এসব বলেন, আর যদি প্রিয় বন্ধুর মানে না বোঝেন, তাহলে গো টু হেল!”
তিনি স্পষ্ট করে জানান, নাদিম তাঁর প্রাক্তন স্বামী ঘনিষ্ঠ বন্ধু। মাহির কথায়, “আমি নিজের হয়ে লড়ব। আপনারা নোংরা মানসিকতার। কিন্তু আমি এসব সহ্য করব না।”
মাহির এই ভিডিওটি পুনরায় শেয়ার করেন জয় ভানুশালিও। গুঞ্জনকে ‘ঘৃণ্য’ বলে আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘আমাদের বিবৃতিতেই বলা হয়েছিল, এই গল্পে কোনও খলনায়ক নেই। তবু মানুষ জোর করে খলনায়ক বানাতে চাইছে। এটা বন্ধ করুন।’
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা স্বীকার করেন মাহি বিজ ও জয় ভানুশালি। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান। তারা এবং দুই পালিত সন্তান রাজবীর ও খুশি।
