সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিচ্ছেদের পথে জয়-মাহি?
জয় ভানুশালী এবং মাহি ভিজ ২০১১ সালে গাঁটছড়া বাঁধেন। দীর্ঘ দাম্পত্যের সুখের মুহূর্তই এতদিন অনুরাগীদের সামনে তুলে ধরেছেন তাঁরা। তবে এবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চারিদিকে ছড়াচ্ছে। এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে মাহি বলেন, "যদি এমন কিছু হয়ও, আপনাদের বলব কেন? আপনারা কি আমাদের আইনজীবীর টাকা দেবেন? আপনারা কি আমাদের বাড়ির লোক?এখনকার দিনে মানুষ ওত পেতে থাকেন, খারাপ কিছু হলেই চর্চা শুরু করবেন। কোনও অপ্রীতিকর কিছু হলেই কাদা ছোড়াছুড়ি শুরু হবে। আমার অনুরোধ, নিজে বাঁচুন, অন্যদের বাঁচতে দিন।’’
'মেট্রো ইন দিনো'র বক্স অফিস
অনুরাগ বসুর 'মেট্রো ইন দিন' ২০০৭ সালের ছবি 'লাইফ ইন আ মেট্রো'র সিক্যুয়েল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, অনুপম খের এবং নীনা গুপ্তা। ৪ জুলাই মুক্তি পেয়েছে এই ছবি। প্রথম দিনেই দর্শকের থেকে ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। প্রথম দিনেই ছবির বক্স অফিস কালেকশন প্রায় ৩.৩৫ কোটি টাকা।
শুটিংয়ের প্রস্তুতি 'ককটেল ২'-এর
বলিউডের অন্যতম আইকনিক রোমান্টিক কমেডি ‘ককটেল’ ফিরছে সিক্যুয়েল নিয়ে। প্রযোজক দীনেশ ভিজান ও ছবি নির্মাতা লাভ রঞ্জন এবার ‘ককটেল’কে ফ্র্যাঞ্চাইজিকে জমাটি রূপ দিতে চলেছেন, যেখানে থাকছেন নতুন মুখ—শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রশ্মিকা মন্দানা। জানা গেছে, ২০২৫ সালের আগস্টে শুরু হবে শুটিং, আর ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
