অভিনেত্রী মাহি বিজ বৃহস্পতিবার রাতে ধুম জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হন। খবরটি প্রথমে তাঁর প্রচার প্রতিনিধি সোশ্যাল মিডিয়ায় জানান, যার পরেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়ায়। কিছু সময় পর মাহি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে নিরাপদে রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

শুক্রবার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় মাহি জানান, তাঁর ডেঙ্গু, ম্যালেরিয়া এবং টাইফয়েড টেস্ট নেগেটিভ এসেছে, তবে তিনি তীব্র ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে নিজের আসন্ন টেলিভিশন শো ‘সেহর হোনে কো হায়’-এর শুটিংয়ে যেতে না পারায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন। মাহি বলেন, “এই প্রজেক্ট আমার স্বপ্নের মতো। আমি সবটাই উজাড় করে দিয়েছি। সবাই আমার জন্য প্রার্থনা করুন যেন দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারি।”

অভিনেত্রী ভক্ত এবং বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আগামীকাল মধ্যেই পুরোপুরি সেরে উঠতে পারি এবং পরশু থেকে আবার কাজে ফিরতে পারি। তোমাদের সকলের ভালবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।” পাশাপাশি তিনি জানান, আপাতত বিশ্রামে রয়েছেন এবং বন্ধুদের ফোন বা ভিডিও কলের উত্তর দিতে পারছেন না।

মাহির ঘনিষ্ঠ বন্ধু আরতি সিং তাঁকে হাসপাতালে দেখতে যান এবং বাড়িতে তৈরি পোলাও নিয়ে আসেন। মাহি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে লিখেছেন তাঁকে ধন্যবাদও জানান।

শিল্পী এবং টেলিভিশন জগতের সহকর্মীরা মাহির দ্রুত আরোগ্য কামনা করেছেন। গওহর খান মন্তব্য করেছেন, ‘তুমি খুব তাড়াতাড়ি ভাল হয়ে যাবে।’ ভারতী সিং লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো’। অভিনেত্রী টিনা দত্ত, অদা খান এবং বিশাল পাণ্ডেও একই বার্তা দিয়েছেন।
সম্প্রতি মাহি আলোচনায় এসেছিলেন স্বামী জয় ভানুশালির সঙ্গে বিচ্ছেদের গুজব নিয়ে, যা তিনি সরাসরি অস্বীকার করেছিলেন। ২০১১ সালে বিয়ের পর দম্পতির তিন সন্তান রয়েছে—তারা, রাজবীর এবং খুশি, যাদের তাঁরা ২০১৭ সালে দত্তক নিয়েছিলেন।

১৪ বছরের দাম্পত্য জীবনের পর জয়-মাহির বিচ্ছেদ হয়েছে— সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়েছে বিনোদন জগতে। অবশেষে নিজের ভ্লগে মুখ খোলেন মাহি। জানালেন, এই সমস্ত জল্পনা এবং পাঁচ কোটি টাকা খোরপোশ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
 
 এর আগে নিজের এক ভিডিওয় মাহি বলেন, “আমি কোথাও পড়েছি যে আমি নাকি ডিভোর্স পেপারে সই করেছি! কেউ যদি সেই কাগজটা দেখাতে পারেন, দয়া করে দেখান। যতক্ষণ না আমরা নিজেরা কিছু বলছি, ততক্ষণ আমাদের ব্যক্তিগত জীবনে কারও হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা জনসম্মুখে পরিচিত ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সবকিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হবে।”
 
 মাহি আরও বলেন, “আমাদের একটু বাঁচতে দিন। আমরা সেলিব্রিটি বলেই সব জানাতে বাধ্য নই। কেউ লিখেছে আমি নাকি ৫ কোটি টাকা খোরপোশ চেয়েছি— আমি বা জয় কেউ কি তা বলেছি? প্রমাণ থাকলে তবেই কথা বলুন। আসলে আমি তো ঠিক জানিই না অ্যালিমনি কী! আমার মতে, যদি একজন পুরুষ নিজের পরিশ্রমে উপার্জন করেন, তাহলে আলাদা হওয়ার পর সেই টাকার উপর স্ত্রীর কোনও অধিকার থাকা উচিত নয়।”