টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মাহি

অভিনেত্রী মাহি বিজ অবশেষে স্বামী জয় ভানুশালির সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত গুজব নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে সকলকে অনুরোধ করেছেন যেন কেউ তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করেন। মাহি জয়কে নিজের “পরিবার” বলে উল্লেখ করে জানিয়েছেন, অনলাইনে প্রকাশিত সব খবর বিশ্বাস না করতে।

মাহি ভিডিওতে বলেন, “আমি নিজে কিছু না বলা পর্যন্ত দয়া করে কোনও খবর বিশ্বাস করবেন না। আমাদের গোপনীয়তা ও আমাদের সন্তানের গোপনীয়তাকে সম্মান করুন।”

তিনি আরও যোগ করেন, “জয় আমার পরিবার এবং চিরকাল আমার পরিবারই থাকবে। তিনি একজন অসাধারণ বাবা এবং চমৎকার মানুষ।”

মাহি সকলকে মনে করিয়ে দেন যে, তাঁদের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা উচিত। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কিছু বলছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনে কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।”

অভিনেত্রী আরও জানান, এই গুজব তাঁদের সন্তানদের উপরও মানসিক প্রভাব ফেলছে। মাহি বলেন, “আমার ছেলে নিজেই আমাকে একটি সংবাদ প্রতিবেদন দেখিয়েছে। ভাবুন তো, ওদের মনে কী চলছে!”

চটে গেলেন সলমন

বিগ বস ১৯-এর ফের বিতর্ক। ‘উইকএন্ড কা বার’ পর্বে সঞ্চালক সলমান খান অভিনেত্রী আশনুর কৌরের শারীরিক গঠন নিয়ে কটূ মন্তব্য করার জন্য তানিয়া মিত্তল এবং নীলম গিরিকে তীব্রভাবে ভর্ৎসনা করেন।

ইনস্টাগ্রামে সেই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় তানিয়া এবং নীলমকে আশনুর সম্পর্কে তাদের মতামত জিজ্ঞাসা করছেন সলমন। প্রথমে দু’জনেই আশনুরের প্রশংসা করেন। নীলম বলেন, “ভাল লাগছে ওকে।” তানিয়া যোগ করেন, “একদম রাজকন্যার মতো লাগছে।”

এরপরই সলমন তাঁদের ‘ভণ্ডামি’ থেকে পর্দা সরিয়ে বলেন, “সত্যি? নীলম, তুমি তো গসিপ করতে বেশ গর্বিত অনুভব করো। এখন চুপ কেন? তানিয়া, তুমি তো বলেছিলে — হাতির মতো, ডাইনোসরের মতো, মোটা, বেলুনের মতো মুখ! কে দিয়েছে তোমায় এই অধিকার এমন কথা বলার?”

সলমনের ভর্ৎসনায় পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। অভিনেতা স্পষ্ট করে জানান, কারও শরীর নিয়ে অপমান করা শুধু অনুচিতই নয়, সেটি একপ্রকার অপরাধ। এই ঘটনার পর ভক্তরা সামাজিক মাধ্যমে সলমনের প্রশংসা করেছেন। অনেকে লিখেছেন, ‘তিনি সঠিক জায়গায় সঠিকভাবে কথা বলেছেন।’

বিয়ে করলেন শাফাক

টেলিভিশন অভিনেত্রী শাফাক নাজ, যিনি জনপ্রিয় ধারাবাহিক মহাভারত-এ ‘কুন্তি’-র ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন, জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। শুক্রবার তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

শাফাক যদিও তাঁর স্বামীর নাম প্রকাশ করেননি বা ক্যাপশনে কিছু লেখেননি। তাঁর শেয়ার করা ছবিগুলির একটিতে দেখা যায়, অভিনেত্রীর স্বামী তাঁকে চুম্বন করছেন। অন্য একটি সাদা-কালো ছবিতে দু’জনকে আলিঙ্গন করতে দেখা যায়।