পরিচালক এসএস রাজামৌলি প্রথমবার অভিনেতা মহেশ বাবুর সঙ্গে কাজ করছেন। ছবির নাম ‘বারাণসী’। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে রাজকীয়ভাবে ছবির ট্রেলার ও নাম ঘোষণা হয়েছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া ও দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন।দীর্ঘ বিরতির পর প্রিয়ঙ্কা ফিরছেন ভারতীয় বড়পর্দায়, আর তাঁর পারিশ্রমিক নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা।


প্রথমবার রাজামৌলীর সঙ্গে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে,  এই ছবির জন্য প্রায় ৩০ কোটি টাকা চেয়েছেন প্রিয়াঙ্কা যা রাজামৌলির যেকোনও নায়িকার মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর ফলে তিনি রাজামৌলির ছবিতে কাজ করা অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা হতে চলেছেন। এর আগে রাজামৌলির ছবিতে প্রধান চরিত্রে যে নায়িকারা কাজ করেছেন, তাঁদের পারিশ্রমিকের দিকে একবার চোখ ফেরানো যাক - আলিয়া ভাট (আরআরআর): ৯ কোটি, অনুষ্কা শেট্টি (বাহুবলী): ৫ কোটি। 

অর্থাৎ, দীপিকা পাডুকোনকের পারিশ্রমিকও ছাড়িয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা, যদিও শুটিং বা প্রযোজনার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা য়নি। প্রিয়াঙ্কা যেহেতু আন্তর্জাতিক তারকা, তাঁর পারিশ্রমিক নিয়ে দর্শকের মধ্যে ‘ভ্যালু–ফর–মানি’ বিতর্কও শুরু হয়েছে। ৩০ কোটি কি তাঁর স্ক্রিন–টাইম ও চরিত্রের গুরুত্ব দিয়ে ন্যায্য?

অন্যদিকে, মহেশ বাবু ও রাজামৌলি কিন্তু আপাতত একটি টাকাও পারিশ্রমিক হিসেবে নেন নি। তাঁদের সিদ্ধান্ত, এখনই  কোনও পারিশ্রমিক নয়, ছবির বক্স অফিস লাভে ৪০% ভাগ করে নিয়ে নেবেন তাঁরা! 

খবর, মহেশ বাবু ও রাজামৌলী দু’জনেই এবার একেবারে আলাদা পথে হাঁটছেন।
তাঁরা ঠিক করেছেন, ছবির জন্য কোনও নির্ধারিত পারিশ্রমিক নেবেন না। বরং তাঁরা ছবির লাভ থেকে ৪০ শতাংশ শেয়ার পাবেন।
এই সিদ্ধান্তের পিছনে দু'টি কারণ তুলে ধরা হয়েছে -মহেশ বাবুর মার্কেট ভ্যালু ও স্টার পাওয়ার ও আন্তর্জাতিক স্টোরে রাজামৌলির ছবির আকর্ষণ।  তাঁদের মতে, ‘বারাণসী’ দিয়ে তাঁরা শুধু একটা ছবি নয়, একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে  চান।

মহেশ বাবুর ক্ষেত্রে এটি আরও বড় চমক, কারণ সাধারণত তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। এবার সেই তিনি-ই তাঁর পারিশ্রমিক কত হবে, তার জন্য পুরোপুরি ছবির ব্যবসার ওপর নির্ভর করছেন।

অন্যদিকে, দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও, তাঁর বেতন বিষয়ে প্রযোজক বা কোনও সূত্র কিছু জানায়নি।
অনেকে মনে করছেন, তাঁর চরিত্রের গুরুত্ব ও স্কেল দেখে বোঝা যাবে তিনি কোন পর্যায়ের পারিশ্রমিক নিয়েছেন।

 

এই ছবি তৈরি হচ্ছে ১০০০ কোটিরও বেশি বাজেটে! অর্থাৎ এটি ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বাজেটের ছবির মধ্যে একটি। আরও খবর,  বারাণসী এমন পর্যায়ের তৈরি হচ্ছে যাতে এটি রণবীর কাপুরের ‘রামায়ণ’-কেও ছাড়িয়ে যেতে পারে। এক সূত্র জানাচ্ছে, রাজামৌলী ‘বাহুবলী’ মুক্তির আগেই প্রযোজক ডিভিভি দানাইয়া ও নারায়ণকে যে সাইনিং মানি নিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই তিনি ‘বারাণসী’ বানাচ্ছেন। ফিসফাস, এই ছবির পর থেকে রাজামৌলি নিজেই নিজের প্রযোজক হয়ে স্টুডিওর সঙ্গে সরাসরি কাজ করবেন।

পুরাণ, ইতিহাস ও অ্যাকশন মিশে এক বজ্রকঠিন ভিজ্যুয়ালের সাক্ষী রাখল বারাণসী-র প্রথম ঝলক।  টিজারের শুরুতেই দর্শক চলে যান খ্রিস্টাব্দ ৫১২ সালের বারাণসীতে।সন্ন্যাসীরা যজ্ঞে মগ্ন।এর মাঝেই ভেসে ওঠে রামায়ণ-এর লঙ্কাকাণ্ডের সেই বহুল চর্চিত দৃশ্য, হনুমান লঙ্কায় আগুন ধরাচ্ছেন। আর এই আগুনময় পটভূমিতে প্রবেশ মহেশ বাবুর - রক্তমাখা শার্ট, হাতে ত্রিশূল আর তিনি সওয়ার এক বিশাল ষাঁড়ের উপর! 
ভক্তদের মতে, এটি মহেশ বাবুর কেরিয়ারের সবচেয়ে ¬আলাদা।