সংবাদসংস্থা মুম্বই: কেটেছে প্রায় তিন দশক! তিনি আজও বলিউডের 'ধক ধক গার্ল'! তাঁর ভাইরাল হাসিতেই মজে আট থেকে আশি। তিনি বলিউডের কুইন মাধুরী দীক্ষিত। আজ ১৫ মে, তাঁর ৫৭ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগীরা তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন। বিশেষ বার্তা পাঠিয়েছেন তাঁর রিয়েল লাইফ জুটি ডক্টর নেনে। শুভেচ্ছা জানিয়েছেন কাজল থেকে শুরু করে অনেকেই।
 অভিনেত্রীকে তাঁর সমসাময়িক সময়ের 'মধুবালা' আখ্যা দিয়েছে বলিউড। কিছুদিন আগেই সিক্স-ইয়ার্ড ভাইব্র্যান্ট স্ট্যাপল শাড়িতে ইনস্টাগ্রামে নজর কেড়েছিলেন 'তেজাব' নায়িকা। সেখানে প্যাটার্ন ও রঙের মিশেলে তিনি যেন পেখম মেলা ময়ূর। 
১৯৯৯ সালে কার্ডিওলজিস্ট শ্রীরাম নেনে'র সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাধুরী। তারপরেও বলিউডে তাঁর আধিপত্য কমেনি মোটেও। দুই সন্তানকে নিয়ে সংসার সামলানোর পাশাপাশি চালিয়ে গিয়েছেন ছবির কাজ, রিয়ালিটি শোয়ের বিচারকের কাজ। কিছুদিন আগেই নিজেদের তরুণ বয়সের ছবি পোস্ট করে ডক্টর নেনে লেখেন, ''একসময় একজন প্রিন্স তাঁর রানীকে খুঁজে পেয়েছিল। বাকিটুকু ইতিহাস।''
শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেতা অনিল কাপুর। দুজনে অনেক ছবিতে জুটি বেঁধেছেন। পুরনো ছবি পোস্ট করেই তিনি ক্যাপশনে লেখেন, ''আমার জীবনে তোমার উপস্থিতি আমাকে ধন্য করেছে। শুভ জন্মদিন।'' 
শুভেচ্ছা জানিয়েছেন 'কুছ কুছ হোতা হ্যায়' অভিনেত্রী কাজল। পুরনো একটি ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'হ্যাপি বার্থডে ড্যান্সিং কুইন। তুমি আগামী দিনেও এরকমই থেকো।''