বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সাম্প্রতিক কানাডা ট্যুর বিতর্কের জন্ম দিয়েছে। অভিনেত্রীর একটি পারফরম্যান্সের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ দর্শকরা অনুষ্ঠানে প্রায় তিন ঘণ্টা দেরিতে আসার অভিযোগ তুলেছেন। এর ফলে নেটমাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে চলছে জোর সমালোচনা।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় মাধুরী দীক্ষিত মঞ্চে পারফর্ম করছেন, কিন্তু নেটিজেনদের মনোযোগ কেড়েছে অন্য বিষয়। ভিডিওটির উপরে লেখা ছিল, “যদি আমি আপনাদের একটি পরামর্শ দিতে পারি, তবে সেটি হল মাধুরী দীক্ষিতের অনুষ্ঠানে যাবেন না, আপনাদের টাকা বাঁচান।” এরপরই সোশ্যাল মিডিয়ায় অভিযোগের বন্যা বয়ে যায়। বহু ব্যবহারকারী এই অনুষ্ঠানকে "বিশৃঙ্খলাপূর্ণ", "খারাপভাবে আয়োজিত" এবং "সময়ের অপচয়" বলে বর্ণনা করেছেন।
একজন দর্শক লিখেছেন, “এটি ছিল আমার দেখা সবচেয়ে খারাপ শো। এতটাই বিশৃঙ্খল! বিজ্ঞাপনে বলা হয়নি যে তিনি শুধু কথা বলবেন এবং প্রতিটি গানের দুই সেকেন্ড করে নাচবেন। প্রচারকারীরা খুব খারাপভাবে আয়োজন করেছে। অনেকে অনুষ্ঠান ছেড়ে চলে গিয়ৈছেন। মানুষজন টিকিটের টাকা ফেরত চাইছিল। তিনি একজন সুন্দরী অভিনেত্রী হলেও, যাঁরা শো দেখতে এসেছিলেন, সবাইকেই স্বীকার করতে হবে যে এটি খুব খারাপভাবে আয়োজিত হয়েছিল।”
অন্য একজন ব্যবহারকারী একই রকম হতাশা প্রকাশ করে বলেছেন, "সবচেয়ে খারাপ শো, যা দেখতে যাওয়া উচিত নয়। দর্শকের সময় নিয়ে তাঁদের কোনও চিন্তা নেই। তিন ঘণ্টা দেরিতে এবং তারপর পুরোটা নিরস কথায় ভরা।" অনেক দর্শকের অভিযোগ, তাঁদের টিকিটে সন্ধ্যা ৭:৩০-এ অনুষ্ঠানের শুরু হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু অনুষ্ঠান শুরু হয় রাত ১০:০০-এর কাছাকাছি। 
একজন দর্শক জানিয়েছেন, “আমি রাত ১১:০৫-এ চলে এসেছি, কারণ পরের দিন আমার কাজ ছিল। আমি সত্যিই জানি না এটা আয়োজকদের দোষ ছিল নাকি উনিই রাত ১০:০০ আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা অনেক দেরিতে শুরু হয়েছিল এবং দর্শকদের সময়কে অসম্মান করা হয়েছে।”
এমনকী কেউ কেউ সহ-দর্শকদের আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। একজন ব্যবহারকারী পরামর্শ দিয়েছেন, "দয়া করে সবাই আয়োজকদের 'কনজিউমার প্রোটেকশন অন্টারিও'-তে রিপোর্ট করুন। এটি 'ভুল তথ্য উপস্থাপন'-এর আওতায় পড়ে। ব্যবসার ক্ষেত্রে তাদের পরিষেবা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া অবৈধ।"
তবে এই সমালোচনার মুখে মাধুরী দীক্ষিতের অনুরাগীরা তাঁর পক্ষে দাঁড়িয়েছেন। একজন ভক্ত অভিনেত্রীকে রক্ষা করে বলেছেন, “মাধুরী দীক্ষিত অসাধারণ। আসল ভক্তরা তাঁর এক ঝলক দেখেই খুশি হবেন। যদি অনুষ্ঠান সঠিকভাবে আয়োজিত না হয়, তবে এটি তাঁর দোষ নয়। তাঁর উপস্থিতিই অন্যরকম।" আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, "সম্ভবত এটি প্রযোজনা বা ব্যবস্থাপনা সমন্বয়ের সমস্যা।"
এই বিতর্কের ফলে আয়োজকদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে এবং শিল্পীদের বিদেশ সফরের সময় দর্শকদের প্রত্যাশা পূরণের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
